মার্টিনেজের জন্য বদলে যাচ্ছে ফিফার নিয়ম

মার্টিনেজের জন্য বদলে যাচ্ছে ফিফার নিয়ম

খেলা স্পেশাল

জানুয়ারি ২৯, ২০২৩ ১১:০৭ পূর্বাহ্ণ

দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে কাতারে বিশ্বকাপের শিরোপা উচিয়ে ধরেছে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের বিশ্বকাপ জয়ের পেছনে বড় অবদান রেখেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে উদযাপনের জন্য বেশ সমালোচিত হন তিনি।

আর্জেন্টিনার মানুষের কাছে নায়ক বনে গেলেও ফাইনাল শেষের পর থেকেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন মার্টিনেজ। তার বিরুদ্ধে একের পর এক অভিযোগে কেঁচো খুঁড়তে গিয়ে যেন সাপ বেরিয়ে আসে।

তাই আর্জেন্টাইন গোলকিপারের বিতর্কিত কাণ্ডের এবার জন্য নিয়মে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এমনটাই জানিয়েছে ব্রিটিশ ট্যাবলেয়ড দ্য সান।

‘দ্য সান’ জানিয়েছে, আর্জেন্টাইন গোলকিপার মার্টিনেজের এসব কাজ ভালোভাবে নেয়নি ফিফা। ভবিষ্যতে মার্টিনেজের মতো কেউ যাতে এমন কাজ করতে না পারে সে জন্য পেনাল্টি নিয়মে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ফিফা।

আগামী মার্চে মাসে লন্ডনে বোর্ড মিটিংয়ে বসবে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। কোনোভাবেই একজন স্পোর্টসম্যানশিপ স্পিরিটের বাইরে গিয়ে গোলকিপার পেনাল্টি টেকারকে যেন বিভ্রান্ত করতে না পারেন, মিটিংয়ে সেই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে।

উল্লেক্ষ্য, ফাইনালে টাইব্রেকারে পেনাল্টি শ্যুটআউটে ফরাসিদের বিপক্ষে আগ্রাসী মনোভাব দেখিয়ে মনস্তাত্বিক লড়াইয়ে জিতেছিলেন মার্টিনেজ। এছাড়া সে সময় প্রতিপক্ষের মনোযোগ বানচাল করতেও অদ্ভুত কাণ্ড ঘটিয়েছিলেন তিনি।

প্রথমে ফরাসি ফরোয়ার্ড কিংসলে কোম্যানের মনোযোগ নষ্ট করতে রেফারিকে প্রশ্ন করতে থাকেন মার্টিনেজ। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা অরেলিয়েন শুয়ামেনি পেনাল্টি নিতে আসলে বল তুলে দূরে ছুড়ে ফেলে দেন মার্টিনেজ। ফলে পেনাল্টি মিস করে বসেন তিনিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *