মার্কিন পররাষ্ট্র দপ্তরে ব্লিঙ্কেন-মোমেন দ্বিপাক্ষিক বৈঠক

মার্কিন পররাষ্ট্র দপ্তরে ব্লিঙ্কেন-মোমেন দ্বিপাক্ষিক বৈঠক

জাতীয়

এপ্রিল ১০, ২০২৩ ৫:৩৬ অপরাহ্ণ

আল এমরান, কূটনৈতিক প্রতিনিধি

ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে অ্যান্টনি ব্লিঙ্কেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রনালয়ের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ও দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন।

ওয়াশিংটন স্থানীয় সময় সোমবার (১০ এপ্রিল) দুপুর ১ টা ৩০ মিনিটে বসতে যাচ্ছে এ বৈঠক। এজন্য প্রস্তুত রয়েছে ওয়াশিংটন, পররাষ্ট্র দপ্তর ও মার্কিন কূটনৈতিক দূতাবাস।

যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ সরকারের সম্পর্ক উন্নয়ন ও দু—দেশের মধ্যকার চলমান বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা হতে যাচ্ছে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠকে।

বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক, বানিজ্য সুবিধা, বঙ্গবন্ধুর খুনি প্রত্যাবসান এ বৈঠকে গুরুত্ব পাবে।

গত ৭ এপ্রিল এ উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। গতকাল ওয়াশিংটনে আনুষ্ঠানিকভাবে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে কি কি বিষয় প্রাধান্য পাবে এ বিষয়ে বাংলাদেশের দূতাবাসে নিজেদের মধ্যে আলোচনা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীর এ বৈঠক সম্পর্কে এক সাক্ষাৎকারে বলেন, আমেরিকা আমাদের সবচেয়ে বড় বন্ধু দেশ। এ বৈঠকের মধ্য দিয়ে দু দেশের সম্পর্ক আরও মজবুত হবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বানিজ্য ও বিনিয়োগ সুবিধাসহ অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে আমেরিকার ভূমিকা কথা তুলে ধরে তাদের কাছ থেকে বিভিন্ন সুযোগ—সুবিধা নেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে। তাছাড়াও এ বৈঠকে রোহিঙ্গা সংকট, মানবাধিকার, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর প্রত্যাবাসন ও বহুপক্ষীয় সহযোগিতাসহ বিভিন্ন সম—সাময়িক কূটনৈতিক বিষয় গুরুত্ব পাবে।

একটি কূটনৈতিক সূত্র বৈঠক সম্পর্কে জানিয়েছেন, মানবাধিকার, গণতন্ত্র, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনসহ নানা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে সঠিক মতামত পাওয়া যাবে। ওয়াশিংটন হতে ভারত—প্রশান্ত মহাসাগর অঞ্চলে নিজেদের কৌশন নিধার্রণসহ আন্তজার্তিক বিভিন্ন ইস্যুতে মার্কিন অবস্থানকে সমর্থনে আহ্বান আসতে পারে।

এ সূত্র হতে আরও জানা যায়, বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নিবার্চন বিষয়ে বেশ গুরুত্ব দেওয়া হবে। এ বৈঠকে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে স্পষ্ট করা হবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় শাসনতন্ত্র অনুযায়ী স্বচ্ছ ও গ্রহণযোগ্য নিবার্চন সম্ভব এবং শেখ হাসিনা সরকারের অধীনেই নিবার্চন করতে বদ্ধপরিকর।

এর আগে, গত বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিল দু—দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। চলতি বছরের শুরুর দিকে নয়াদিল্লিতে জি—২০ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকে সাক্ষাৎ হয়েছিল মোমেন—ব্লিঙ্কেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *