মানুষের মতোই ঘামে এই রোবট

বিজ্ঞান ও প্রযুক্তি

অক্টোবর ২৩, ২০২৩ ১১:১১ পূর্বাহ্ণ

সময়ের পালাবদলে মানুষের সঙ্গে রোবটের দূরত্ব কমে আসছে। যন্ত্র আর মানব এখন একাকার। মানুষের মধ্যে থাকা যাবতীয় গুণাবলিকে নিজেদের করে নিচ্ছে রোবট। অনুভূতিহীন যন্ত্রমানব এবার ছোঁয়া পেয়েছে অনুভূতির।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় এবার এমন এক রোবট তৈরি করা হয়েছে যে কিনা ঘামতে পারে! অ্যান্ডি নামে এই রোবটের রয়েছে সব ধরনের অনুভূতি। শুধু গরমে ঘামই নয়, শীতের ঠান্ডায় কাঁপুনিও হয় তার।চাঞ্চল্যকর একটি ব্যাপার হলো, নিশ্বাস নিতে পারে এই রোবটটি। এমন কিছু এবারই প্রথম। আর তাইতো আলোচনার কেন্দ্রবিন্দুতে এই যন্ত্রমানব।

মানুষের শরীরে অতিরিক্ত উষ্ণতার প্রভাব বুঝতেই অ্যান্ডিকে সামনে এনেছেন বিজ্ঞানীরা। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে কী হতে পারে–এটি জানতে চাওয়াই উদ্দেশ্য এই রোবটের মাধ্যমে। পরীক্ষামূলক জায়গা থেকে মানুষের শরীর খুব বেশি তাপমাত্রা সহ্য করতে না পারায় এই রোবটকেই বেছে নেয়া হয়েছে।

অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক কনরাড রিকাচিউয়েস্কি জানিয়েছেন, ‘অ্যান্ডি ঘামতে পারে। সে তাপ উৎপন্ন করা, কাঁপুনি, হাঁটা, নিশ্বাস নেয়া সব কিছুতেই সক্ষম। বিভিন্ন তাপমাত্রার সঙ্গে লড়ার শক্তি দেয়া হয়েছে তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *