মাত্র একদিনের জ্বালানি আছে গাজার হাসপাতালগুলোতে

মাত্র একদিনের জ্বালানি আছে গাজার হাসপাতালগুলোতে

আন্তর্জাতিক স্লাইড

অক্টোবর ১৬, ২০২৩ ১২:৩৫ অপরাহ্ণ

ইসরায়েলের অব্যাহত হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার হাসপাতালগুলোতে আর মাত্র ২৪ ঘণ্টার জ্বালানি মজুদ আছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দফতর (ওসিএইচএ) ।

সোমবার সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ বলছে, গাজা উপত্যকার হাসপাতালগুলোতে ফুরিয়ে আসছে জ্বালানি। ২৪ ঘণ্টা পর হাসপাতালগুলো অন্ধকারে নিমজ্জিত হবে। ফলে হাজার হাজার রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়বে।

রোববার গাজার হাসপাতালের চিকিৎসকরা সতর্ক করে বলেছিলেন, হাসপাতালে ভর্তি হাজার হাজার মানুষ মারা যেতে পারেন। কারণ আহত লোকে ভর্তি হাসপাতালগুলোতে জ্বালানি ও চিকিৎসা সহায়ক সামগ্রী ফুরিয়ে আসছে।

এদিকে, ফিলিস্তিনের গাজা উপত্যকার হাসপাতালে বাড়ছে মরদেহের সারি। একে একে জড়ো হচ্ছে আহতরা। গাজার প্রধান হাসপাতাল আল সিফা হাসপাতালের অবস্থা এখন সবচেয়ে বেশি সংকটময়।

গাজায় সাহায্যকারী সংস্থার বরাতে বিবিসি বলছে, বিদ্যুৎহীন হাসপাতালটিতে প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে জেনোরেটর চালিয়ে। তবে এতেও দেখা দিয়েছে বেশ বিপর্যয়। আর মাত্র ২৪ ঘণ্টার জ্বালানি আছে সেখানে। একই সঙ্গে ফুরিয়ে আসছে খাবারও।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ২ হাজার ৬৭০ জন ফিলিস্তিনি নিহত এবং ৯হাজার ৬০০ জন আহত হয়েছে। যা ২০১৪ সালের গাজা যুদ্ধের চেয়েও বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *