মাঝরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

দেশজুড়ে

মার্চ ১৬, ২০২৩ ১০:৩৪ পূর্বাহ্ণ

রামিমা,ঢাবি প্রতিনিধি 

গতকাল ১৫ মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা সিটের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে।

আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গণরুমের বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে দুইটি রুমে ৮০/৯০ জন মানবেতর জীবনযাপন করছিল। তারা সম্প্রতি আরেকটি রুমের দাবি করলে সিনিয়ররা তা অগ্রাহ্য করে। তারা সবাই মিলে রুম থেকে বেরিয়ে আসলে সিনিয়ররা রুমে তালা ঝুলিয়ে দেয়।কর্মসূচিতে অংশ নেয়া এক শিক্ষার্থী জানান, আমাদেরকে একটি রুমে প্রায় ৪০ জনকে থাকতে হয়। রাতে ঘুমানোর পরিবেশ নেই। অনেকেই মসজিদে ঘুমান। ঢাবিতে পড়াশোনা করেও বাসস্থানের মৌলিক অধিকার পাচ্ছি না।এর চাপ পড়ছে আমাদের পড়াশোনায়। গণরুম আমাদের স্বপ্ন গুলো ধ্বংস করে দিচ্ছে।”

আমাদের চাওয়া একটাই আমাদের দাবিগুলো পূরণ করতে হবে। তানাহলে কর্মসূচি চলতে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *