মাগুরায় স্কুল ও মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে ডিসির মতবিনিময়

মাগুরায় স্কুল ও মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে ডিসির মতবিনিময়

শিক্ষা

জুলাই ১৮, ২০২৩ ৮:৩২ অপরাহ্ণ

শাহিন খন্দকার, মাগুরা

মাগুরায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রতিষ্ঠানের ২৫০টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এ সময় তিনি শিক্ষার মানোন্নয়ন ও মানসম্মত শিক্ষা বাস্তবায়নের নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।

১৮ জুলাই মঙ্গলবার বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনাতয়নে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

অনুষ্ঠানের আসন গ্রহণ পর্ব শেষে পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানে শুরু করা হয়। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মাগুরা জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীর। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হালিমা বেগম।

এছাড়াও বক্তব্য রাখেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল হাসান, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল, শ্রীপুর উপজেলা সহকারী ভূমি কমিশনার শ্যামানন্দ কুন্ডু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.এস.এম. সিরাজুদ্দোহা, শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ বি এম নকিবুল হাসান। এসময় শিক্ষকদের মধ্যে শিক্ষার মানোন্নয়নে বাধাগ্রস্ত সমস্যাবলী তুলে ধরেন জাগলা হেলাল উদ্দিন হাইস্কুলের প্রধান শিক্ষক আঃ রাজ্জাক মন্ডল, মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো: ওবাইদুল্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *