মাগুরায় শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপিত

মাগুরায় শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপিত

দেশজুড়ে

আগস্ট ৫, ২০২৩ ২:৪৬ অপরাহ্ণ

শাহিন খন্দকার. মাগুরা।।

মাগুরায় বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবারে সকাল ১০ টায় নোমানী ময়দানে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা-০১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মো. মশিউদ্দৌলা রেজা পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আ.ফ.ম. আব্দুল ফাত্তাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবু নাসির বাবলু, সিভিল সার্জন ডা: শহীদুল্লাহ দেওয়ান, পৌর মেয়র মো. খুরশীদ হায়দার টুটুল মেয়র প্রমুখ।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এর প্রতিষ্ঠিত ‘ভালো কাজের নাগরিক অনুশীলন স্বীকৃতি দিবে মাগুরা জেলা প্রশাসন’ এর উদ্যোগে জেলার ৪ জন গুনীজনকে স্বীকৃতি প্রদান করা হয়। সেই সাথে শেখ কামালের সৃতিচারণে বিকাল ৪ টায় জেলা প্রশাসনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচের ঘোষণা দেন জেলা প্রশাসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *