মমতার জামানায় মসজিদ বেড়েছে ২৪ হাজার

মমতার জামানায় মসজিদ বেড়েছে ২৪ হাজার

আন্তর্জাতিক

মে ২৪, ২০২৪ ৬:১৫ পূর্বাহ্ণ

মমতা সরকারের গত ১২ বছরে পশ্চিমবঙ্গে ২.৫ গুণ মসজিদ বেড়েছে। সরকারি হিসাবে ৪০ হাজার মসজিদ বেড়েছে।

বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এমনটি দাবি করেন। তিনি বলেন, তৃণমূল সরকারের ১২ বছরের শাসনকালে রাজ্যে মসজিদের সংখ্যা বেড়েছে প্রায় ২.৫ গুণ। একই সঙ্গে করদাতাদের টাকায় ইমাম-মুয়াজ্জিনের ভাতা দেওয়া হচ্ছে।

জগন্নাথবাবু বলেন, ২ মাস আগে রাজ্যের প্রায় ৭০ হাজার ইমাম-মুয়াজ্জিনের ভাতা বাড়িয়ে দিয়েছেন মমতা। এই ভাতা বাড়ানোর জন্য বাজেট বরাদ্দ ছিল না। গত আগস্টে ইমাম-মুয়াজ্জিনদের সম্মেলন করে মুখ্যমন্ত্রী তাদের ভাতা বাড়ানোর কথা বলেছিলেন; কিন্তু কাউকে কিছু না জানিয়ে ভোটের ঠিক আগে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বাড়িয়ে দিয়েছে। এজন্য এ বছর রাজ্য সরকারের খরচ হবে ২০০ কোটি টাকা।

তিনি আরও বলেন, প্রায় ৪০ হাজার ইমাম মাসে ৩ হাজার টাকা ও ২৭ হাজার মুয়াজ্জিন মাসে ১,৫০০ টাকা ভাতা পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৫ সাল থেকে এখনো পর্যন্ত প্রায় ১৪০০ কোটি টাকা ইমাম মুয়াজ্জিনদের ভাতা হিসেবে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *