মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধনের নতুন তারিখ নির্ধারণ

মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধনের নতুন তারিখ নির্ধারণ

জাতীয় স্লাইড

অক্টোবর ২০, ২০২৩ ১২:৫২ অপরাহ্ণ

ঢাকা মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধনের তারিখ আবারো পিছিয়েছে। আগামী ৪ নভেম্বর নতুন তারিখ ধরা হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী শুক্রবার সকালে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২০ আগস্ট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ২০ অক্টোবর মেট্রোরেলের মতিঝিল অংশ উদ্বোধন করা হবে।

বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ উত্তরা থেকে আগারগাঁও অংশ গত বছরের ডিসেম্বরে চালু হয়। এই অংশের সবগুলো স্টেশনে মেট্রোরেল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করছে।

সরকার ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয়ে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার এলিভেটেড মেট্রো লাইন নির্মাণের ফাস্ট ট্র্যাক প্রকল্প বাস্তবায়ন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *