ভোটে বিএনপির না আসা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ: কাদের

ভোটে বিএনপির না আসা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ: কাদের

রাজনীতি স্লাইড

জানুয়ারি ১৯, ২০২৪ ১:০০ অপরাহ্ণ

সদ্য হয়ে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশ না নেয়া সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুর কাদের বলেন, বিএনপি অংশ নিলে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। তবে তাদর অনুপস্থিতিতেও ভোটারশূন্য হয়নি, প্রতিবন্দ্বিতাহীনও হয়নি।

‘‘পৃথিবীর অনেক দেশে সব দলের অংশ নেয়ার পরও ৪০ শতাংশের ওপরে টার্ন আউট দেখা যায় না। ইউরোপসহ অনেক দেশে টার্ন আউট ২৫-৩০ শতাংশ হয়। আবার কোথাও কোথাও এর চেয়েও কম, যা আমরা জানি,’’ যোগ করেন তিনি।

চিহ্নিত অপশক্তি এখনো নির্বাচনকে বিতর্কিত করতে পাঁয়তারা করছে বলে দাবি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের।

দেশ এখনো সংকটমুক্ত দাবি করেন না জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সারা বিশ্বে এখন সর্বগ্রাসী একটা সংকট সবাইকে ঘিরে ধরেছে। আজ দেখলাম শৈত্যপ্রবাহে যুক্তরাষ্ট্রের মতো দেশে গত কয়েকদিনে তুষারঝড়ে ৩০ জন মারা গেছেন। এমন কোনো রাষ্ট্র নেই তুষার ঝড়ে ক্ষতিগ্রস্ত। যুদ্ধ তো লেগেই আছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, সুদানের দুই জেনারেলের যুদ্ধ, গাঁজার যুদ্ধ তো চলছেই। ইসরাইলের প্রধানমন্ত্রী বলেছেন সংকট নিরসনে কয়েকমাস লাগবে, কিন্তু হামাসের ধ্বংস ছাড়া এ যুদ্ধ থামবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *