ভোটের লড়ায়ে সেনবাগ উত্তপ্ত হয়ে উঠেছে

রাজনীতি

ডিসেম্বর ২৪, ২০২৩ ৮:৩৯ অপরাহ্ণ

রিপন মজুমদার নোয়াখালী প্রতিনিধি :

সেনবাগের ছাতারপাইয়া এলাকায় স্বতন্ত্র এমপি প্রার্থী আতাউর রহমান ভূঞা মানিক সমর্থিত ইউপি চেয়ারম্যান আব্দুর রহমানের বাড়ীতে গুলিবর্ষণ,বোমা নিক্ষেপ ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর আজ রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাহিদুল ইসলাম ও সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

খবর পেয়ে এমপি প্রার্থী আতাউর রহমান ভূঞা মানিক,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী,উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর টিপু সহ কাচি মার্কার শত শত নেতা কর্মী ঘটনাস্থল রহমান চেয়ারম্যানের ঠনারপাড় গ্রামের বাড়ী পরিদর্শন করেন। চেয়ারম্যান পুত্র রুবেল গণমাধ্যমকে জানান,নৌকা মার্কার শ্লোগান সহ ১৫/১৬টি গাড়ী বহর নিয়ে তারা এ ঘটনা চালিয়েছে।

পুলিশ বলছে, অভিযোগ পেলে প্রয়োজনী ব্যবস্হা নেয়া হবে।
উল্লেখ্য, নোয়াখালী -২ সেনবাগ (আংশিক সোনাইমুড়ী)আসনে আওয়ামিলীগ দলীয় নৌকার মার্কার প্রার্থী আলহাজ্ব মোরশেদ আলম এমপি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি এবং নোয়াখালী জেলা আ’লীগের সাবেক সহ সভাপতি আতাউর রহমান ভূঞা মানিক কাচি মার্কা নিয়ে স্বতন্ত্র এমপি পদে ভোট যুদ্ধে অবতীর্ন হন। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক তিন বারের সভাপতি জাফর আহমেদ চৌধুরী,আ’লীগ দলীয় সাবেক এমপি প্রার্থী অর্থনীতিবিদ ড,জামাল উদ্দিন আহমেদ এফসিএ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর টিপু,ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি শিহাব উদ্দিন, উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ নেতাকর্মীরা স্বতন্ত্র এমপি প্রার্থী আতাউর রহমান ভূঞা মানিকের পক্ষে কাজ করছেন।
অভিজ্ঞ মহলের দাবী উত্তপ্ত সেনবাগে শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ জরুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *