ভারত-পাকিস্তান ম্যাচের ১০ সেকেন্ডের বিজ্ঞাপন ৩৫ লাখ

ভারত-পাকিস্তান ম্যাচের ১০ সেকেন্ডের বিজ্ঞাপন ৩৫ লাখ

খেলা

অক্টোবর ২৩, ২০২২ ৯:৪৬ পূর্বাহ্ণ

টি-২০ বিশ্বকাপের অষ্টম আসরের মূলপর্ব শুরু হলো আজ। সুপার টুয়েলভে আগামীকাল ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। সময় যত গড়াচ্ছে ব্যস্ততা বেড়েছে বিজ্ঞাপন দাতাদের। হাইভোল্টেজ এই ম্যাচের গত বিশ্বকাপের চেয়ে বিজ্ঞাপন মূল্য বেড়েছে ২০ থেকে ২৫ শতাংশ।

১০ বছর ধরে বৈশ্বিক আসর ছাড়া দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলা হয়না দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।এই দুই দলের খেলায় ক্রিকেট প্রেমিদের যেমন উত্তেজনা থাকে তেমনি সম্প্রচারকারী সংস্থার থাকে অধিক লাভের সুযোগ।

অস্ট্রেলিয়া বিশ্বকাপে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত-পাকিস্তান ম্যাচের প্রতি ১০ সেকেন্ডের বিজ্ঞাপন মূল্য দাঁড়িয়েছে প্রায় ৩৫ লাখ টাকা।

ভারত বনাম পাকিস্তান উত্তেজনাপূর্ণ ম্যাচের সাক্ষী থাকতে তৈরি দুই দেশের সমর্থকেরা। মুহূর্তের মধ্যে সব টিকিট শেষ হয়ে গিয়েছে। যারা টিকিট হাতে পেয়েছেন তাঁরা নিজেদের ভাগ্যবান ভাবছেন। কারণ ভারত বনাম পাকিস্তান ম্যাচের টিকিট মানে তো লটারি জিতে যাওয়ার মতো।

দুই দেশের ক্রিকেটাররাও মুখিয়ে মাঠে নামার জন্য। মাঠের ভিতরে কী কী রেকর্ড হবে তা সেই দিনেই জানা যাবে,তবে ম্যাচের আগে বাজার দর যা চলছে,তাতে সব রেকর্ড যেন ভেঙে দেবে ২৩ তারিখের ভারত বনাম পাকিস্তানের ম্যাচ।

এরেই মধ্যে ভারতের অনেক গণমাধ্যম জানিয়েছে গত বছরের তুলনায় ৭ থেকে ৮ শতাংশ প্রবৃদ্ধি হবে বিজ্ঞাপন দাতাদের। টি-২০ বিশ্বকাপের জন্য ডিজিটাল সম্প্রচার দাতা ডিজনি স্টারের বিজ্ঞাপনের আয় গত বছরের চেয়ে ১০০ থেকে ২০০ কোটি রুপি বেড়ে দাঁড়িয়েছে।

ভারত-পাক ম্যাচের দিন বিজ্ঞাপনের জন্যও দেদার দর হাঁকাচ্ছে সম্প্রচারকারী সংস্থাও। ওই বিশেষ দিনে বিজ্ঞাপনের জন্য ৯০০ কোটি টাকা লাভের মুখ দেখছে সম্প্রচারকারী সংস্থা।

অনলাইন প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিংয়ে বিজ্ঞাপনের জন্য ২৭৫ কোটি টাকা লাভ হচ্ছে সংস্থার। দর এতটাই উপরে উঠেছে যে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে চুরে দিয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন বিজ্ঞাপনের জন্য প্রতি ১০ সেকেন্ডে ৩০ থেকে ৩৫ লাখ টাকা ধার্য্য করেছে সম্প্রচারকারী সংস্থা।

টি-২০ বিশ্বকাপের জন্য আগেই অফিসিয়াল ব্রডকাস্টারের সঙ্গে ১৬টি স্পনসরের চুক্তি হয়েছে। এ ছাড়া আইসিসির সঙ্গে চুক্তিবদ্ধ ১৫টি মেগা স্পনসরও আছে এই তালিকায়। বিজ্ঞাপনের বাজার দর গত কয়েক দিনে যে ভাবে লাফিয়ে লাফিয়ে বেড়েছে তাতে মুচকি মুচকি হাসছে সম্প্রচারকারী সংস্থা। শুধুই কি তাই, কো প্রেসেন্টিং স্পনসরশিপ বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ কোটি টাকায়।

আর অ্যাসোসিয়েট স্পনসরশিপের জন্য ৩০ থেকে ৩৫ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। বিরাট-বাবরদের দ্বৈরথ ঘিরে বিজ্ঞাপনের বাজার দর আরও চাঙ্গা হয়ে উঠেছে। এখন দেখার এই হাইভোল্টেজ ম্যাচের বিজ্ঞাপন সব রেকর্ড ভেঙে দেয় কিনা।

মাঠের বাইরে বিজ্ঞাপন দাতাদের প্রতিযোগিতা ছাপিয়ে সবার নজর থাকবে মেলবোর্নে মাঠের লড়াইয়ে। গত বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দশ উইকেটের লজ্জার হারের সম্মুখীন হয়েছে ভারত। তাই এবারের বিশ্বকাপ হবে রোহিত শর্মাদের জন্য প্রতিশোধের লড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *