ভারতে এক মাসেই ৭৪ লাখ অ্যাকাউন্ট বন্ধ করেছে হোয়াটসঅ্যাপ

ভারতে এক মাসেই ৭৪ লাখ অ্যাকাউন্ট বন্ধ করেছে হোয়াটসঅ্যাপ

বিজ্ঞান ও প্রযুক্তি

অক্টোবর ৬, ২০২৩ ১২:২৪ অপরাহ্ণ

চলতি বছরের আগস্টে ভারতে ৭৪ লাখেরও বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। অপব্যবহার ঠেকাতে ও তথ্যপ্রযুক্তি নীতিমালা অনুযায়ী অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়।

হোয়াটসঅ্যাপের তথ্য অনুযায়ী, আগস্টজুড়ে ৭৪ লাখ ২০ হাজার ৭৪৮টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দেয় মেটা। এর মধ্যে ৩৫ লাখ ৬ হাজার ৯০৫টি অ্যাকাউন্টের বিরুদ্ধে কোনো রিপোর্ট ছিল না। দ্য টাইমস অব ইন্ডিয়া।

ভারতে প্রায় ৫০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী রয়েছেন। আগস্টে ১৪ হাজার ৭৬৭টি অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করা হয়। এর মধ্যে ৭১ রিপোর্টের ক্ষেত্রে ‘অ্যাকশন’ নেয়া হয়। রিপোর্টের পরিপ্রেক্ষিতে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়াকে ‘অ্যাকাউন্ট অ্যাকশন’ বলে। এ পদক্ষেপে কোনো অ্যাকাউন্ট নিষিদ্ধ করা বা আগের নিষিদ্ধ অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয়।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আগস্টে ভারতের অভিযোগ আপিল কমিটির (জিএসি) এক আদেশ পেয়েছে এবং সেই আদেশ অনুসারে কোম্পানি কাজ করেছে। কনটেন্ট ও অন্যান্য সমস্যা তদারকির জন্য ভারতের কেন্দ্রীয় সরকার জিএসি চালু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *