ভারতের বিপক্ষে টেস্টের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড

খেলা

জুলাই ১, ২০২২ ১০:০০ পূর্বাহ্ণ

পুনঃনির্ধারিত সূচির শেষ টেস্টে শুক্রবার (১ জুলাই) ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। এ টেস্টের জন্য একদিন আগেই একাদশ ঘোষণা করল ইংল্যান্ড। দলে ফিরেছেন জেমস অ্যান্ডারসন। করোনা আক্রান্ত হওয়ায় বাদ পড়েছেন বেন ফোকস। খবর ক্রিকইনফোর।

গত বছর পাঁচ ম্যাচের সিরিজ আয়োজন করেছিল ভারত-ইংল্যান্ড। তবে করোনার কারণে ওই সিরিজের শেষ ম্যাচটি খেলা হয়নি। যা খেলতে শুক্রবার এজবাস্টনে নামছে দুদল। গত বছরের সিরিজের তুলনায় এ ম্যাচে দুদলেই এসেছে বিশাল পরিবর্তন। বদল হয়েছে দুদলের অধিনায়কও। বেন স্টোকস নেতৃত্ব দিচ্ছেন ইংল্যান্ডকে। ভারতকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ।

করোনাভাইরাসে আক্রান্ত ভারতের নিয়মিত টেস্ট ক্যাপ্টেন রোহিত শর্মা। যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন বুমরাহ। গত ৩৫ বছরের ইতিহাসে ভারতকে কোনো পেসারের নেতৃত্ব দেয়ার নজির নেই। সে হিসেবে জসপ্রীত বুমরাহ করতে যাচ্ছেন রেকর্ড। পেসার হিসেবে ভারতকে সবশেষ নেতৃত্ব দিয়েছিলেন কপিল দেব। ১৯৮৭ সালে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি পান।

বুমরাহর বিষয়ে বলতে গিয়ে বুধবার (২৯ জুন) প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানান, রোহিম শর্মা এ ম্যাচে থাকছেন না। পিসিআর টেস্টে ওর করোনার রেজাল্ট আবার পজিটিভ এসেছে। আমাদের ভাইস ক্যাপ্টেন লোকেশ রাহুলও দলে নেই। এ কারণে জসপ্রীত বুমরাহ এ টেস্টে ভারতকে নেতৃত্ব দেবে।

টেস্টে ভারতকে নেতৃত্ব দেয়া ৩৬তম অধিনায়ক হতে যাচ্ছেন বুমরাহ। এ বছর টেস্টে ভারতকে নেতৃত্ব দেয়া ষষ্ঠ অধিনায়ক হতে যাচ্ছেন তিনি। ২৯ টেস্টে এ পেসার এখন পর্যন্ত নিয়েছেন ১২৩ উইকেট।

ইংল্যান্ড একাদশ
আলেক্স লিস, জ্যাক ক্রলি, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, স্যাম বিলিংস, ম্যাথু পটস, জ্যাক লিস, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।

ভারত দল
শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হানুমা বিহারি, শ্রীকর ভারত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, চেতেশ্বর পূজারা, রিশভ পন্ত, জাসপ্রীত বুমরাহ ও প্রসিধ কৃষ্ণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *