ভারতের কাছে হারতেও আপত্তি নেই শাদাবের যে কারণে

ভারতের কাছে হারতেও আপত্তি নেই শাদাবের যে কারণে

খেলা

জুলাই ১, ২০২৩ ৯:১৪ পূর্বাহ্ণ

ইতোমধ্যে ওয়ানডে বিশ্বকাপের ক্ষণ গণনা শুরু হয়ে গেছে। ভারত ও পাকিস্তানের সমর্থকরা নিশ্চয়ই এরই মধ্যেই ক্যালেন্ডারে দুই দলের ম্যাচের দিন দাগ দিয়ে রেখেছেন। ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের লিগ পর্বে আগামী ১৫ অক্টোবর মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ম্যাচটি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। যদিও এখন পর্যন্ত পাকিস্তান দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি না, তা চূড়ান্ত হয়নি।

সেটা অবশ্য রাজনৈতিক বিষয়। পাকিস্তান সরকার অনুমতি দিলে দলটি ভারতে খেলতে যাবে, কিংবা নিরপেক্ষ কোনো ভেন্যুতে খেলা হবে দুই দলের। সে যাইহোক, পাকিস্তানের সহ-অধিনায়ক ভারতের বিপক্ষে আরও একবার বিশ্বকাপের ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছেন। আর বিশ্বকাপের মতো মঞ্চে ভারতকে হারাতে পারলে তো কথাই নেই।

এরই মধ্যে পাক-ভারত ম্যাচ নিয়ে কথা বলেন শাদাব খান। সম্প্রতি ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে শাদাব বলেন, ভারতের বিপক্ষে খেলার আলাদা আনন্দ আছে। অন্য রকম চাপ থাকে দুই দলের ম্যাচে। এবারের বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলা হলে সেটা হবে তাদের ঘরের মাঠে। দর্শকেরা আমাদের বিপক্ষে থাকবে, বলছেন শাদাব।

সাক্ষাৎকারে নিজের লক্ষ্য নিয়েও কথা বলেছেন পাকিস্তানের সহ-অধিনায়ক। ২৪ বছর বয়সী এই অলরাউন্ডারের মূল লক্ষ্য বিশ্বকাপ জয়, সেক্ষেত্রে ভারতের কাছে হারলেও ক্ষতি নেই।

‘আমরা ভারতে যাচ্ছি বিশ্বকাপ খেলতে। আমাদের চিন্তায়ও বিশ্বকাপ থাকা উচিত। শুধু ভারতের ব্যাপারে ভাবলে চলবে না। যদি ভারতের বিপক্ষে জেতার পর বিশ্বকাপ হেরে যাই, তাহলে তো কোনো লাভ হলো না। যদি বিশ্বকাপ জিততে পারি, তাহলে ভারতের বিপক্ষে হেরে গেলেও ক্ষতি নেই। এটাই আমাদের লক্ষ্য,’ বলেন শাদাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *