ভারতের আচরণে ক্ষুব্ধ আমির

ভারতের আচরণে ক্ষুব্ধ আমির

খেলা

জুন ১৪, ২০২৩ ৮:৪০ পূর্বাহ্ণ

এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। নিরাপত্তাসংক্রান্ত জটিলতায় পাকিস্তানে গিয়ে খেলতে রাজি না ভারত।

যে কারণের হাইব্রিড মডেলের প্রস্তাব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের প্রস্তাবিত মডেল অনুযায়ী ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হবে। তারপরও আগ্রহ দেখায়নি ভারত।

পাকিস্তানের মতামতকে গুরুত্ব না দেওয়ায় ভারতের ওপর ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক তারকা পেসার মোহাম্মদ আমির।

তিনি বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে খুব অসম্মান করা হচ্ছে। তার মানে হচ্ছে পিসিবির কথার কোনো মূল্য নেই। বিসিসিআই এটা প্রমাণের চেষ্টা করছে। যখন পিসিবি কিছু করার কথা বলে, বিসিসিআই নানারকম খোঁড়া যুক্তি দেখায়; যেমন- বাজে আবহাওয়া, অনেক খরচ, নিরাপত্তার সমস্যা আরও অনেক কিছু।

এশিয়া কাপের নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নাম প্রস্তাব করা হয়েছিল। তবে কদিন আগে ক্রিকইনফো জানিয়েছে, নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলংকাকে পছন্দ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি)।

নতুন মডেলে ভারতের সব ম্যাচ হবে শ্রীলংকায়। ভারত-পাকিস্তান ম্যাচও রয়েছে এই তালিকায়। এমনকি ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচও হওয়ার সম্ভাবনা শ্রীলঙ্কায়। টুর্নামেন্টে ১৩ ম্যাচের মধ্যে চার থেকে পাঁচটি ম্যাচ হতে পারে পাকিস্তানে। পাকিস্তানে হতে যাওয়া সব ম্যাচই হওয়ার সম্ভাবনা লাহোরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *