ভয়াবহ সংকটে দেশের অর্থনীতি

ভয়াবহ সংকটে দেশের অর্থনীতি

রাজনীতি

জানুয়ারি ২৩, ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ

 

বিএনপির সিনিয়র যুগ্ম সচিব রুহুল কবির রিজভী বলেছেন ভয়াবহ সংকটে দেশের অর্থনীতি। সবগুলো ব্যাংক বন্ধের দশা হয়েছে। দেশের ১০-১৫টি ব্যাংক যেকোনো সময় দেউলিয়া ঘোষণা হতে পারে। টাকা নেই সরকারের কাছে। বাংলাদেশ ব্যাংক ছাপিয়ে ছাপিয়ে টাকা দিচ্ছে। বাংলাদেশ ব্যাংক বলেছে, এভাবে টাকা ছাপালে এই টাকা কাগজ হয়ে যাবে। দেশে ভয়াবহ ডলার সংকট চলছে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলন তিনি এ মন্তব্য করেন।

দ্রব্যমূল্যের দামের চাপে নিঃস্ব হয়ে যাচ্ছে সাধারণ মানুষ। শ্রমজীবী মানুষকে এখনো রক্ত দিয়ে অধিকার আদায়ের সংগ্রাম করতে হচ্ছে।’’ যোগ করেন তিনি।

রাজনীতিতে একনায়কতন্ত্র চলছে দাবি করে বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঠিক করে দিচ্ছেন কে হবে বিরোধী দল। তিনি বলেছেন, জাতীয় পার্টিই হচ্ছে নতুন সংসদের প্রধান বিরোধী দল। সম্ভবত পৃথিবীর একমাত্র দেশ যেখানে প্রধানমন্ত্রী বাছাই করেন বিরোধীদল কে হবে। গত নির্বাচনে এই পার্টি তাদের অস্তিত্ব আওয়ামী লীগে বিলীন করে দিয়েছিল।

বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহতের ঘটনায় রিজভী বলেন, ‘এতদিন দেখেছি বিএসএফের হাতে সাধারণ বাংলাদেশি নিহত হয়েছে। আর এখন দেখছি, সীমান্তে বিজিবিরও নিরাপত্তা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *