ব্যাটিং অর্ডারে যত সমস্যা মিরাজকে নিয়েই!

খেলা

অক্টোবর ১৭, ২০২৩ ১:২৬ অপরাহ্ণ

বর্তমানে বাংলাদেশ দলের নেই সুনির্দিষ্ট কোন ব্যাটিং অর্ডার। বাংলায় জাতীয় দলে ব্যাটিং অর্ডারে একাধিকবার পরিবর্তন আনছেন কোচ এবং অধিনায়ক। অবশ্য ওপেনিং এ শেষ তিন ম্যাচে এবং তানজিদ তামিম ও লিটন দাস খেলেছেন। কিন্তু নাম্বার ৩ পজিশনে আসছে একাধিকবার পরিবর্তন। সেখানে কখন মেহেদী হাসান মিরাজ অথবা নাজমুল হাসান শান্তকে খেলানো হচ্ছে।

দলের সঙ্গে থাকা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন মিরাজকে জায়গা দিতেই বাকি জায়গায় পরিবর্তন এসেছে। পুনেতে গণমাধ্যমে তিনি বলছিলেন, ‘এটা যদি এমন হতো মিরাজ তার পজিশনে ব্যাট করছে তাহলে কোন সমস্যাই থাকত না। শান্ত তিন, সাকিব চার, হৃদয় পাঁচ, মুশফিক ছয়। হয়ত মাহমুদউল্লাহ সাত বা মিরাজ সাত, মাহমুদউল্লাহ আট। মিরাজকে আমরা টপ অর্ডারে ব্যবহার করাতে, ডান-বাম সমন্বয় করতে গিয়ে জিনিসটা হচ্ছে। যেটা বললাম মিরাজ এশিয়া কাপে টপ অর্ডারে ব্যাট করে একটা একশো করেছে। ওয়ার্মআপ ম্যাচেও করেছে। এই চিন্তা করেই তাকে খেলানো হয়েছে।’

সুজন মনে করেন দলের মূল ব্যাটারদেরই বড় রান করতে হবে। তিনি বলেন, ‘আমি বলছি না, মিরাজ দলের মূল ব্যাটার। কিন্তু সে তার ব্যাটিং উন্নতি করেছে। তারপরও আমাদের ডিপেন্ড করতে হবে যারা টপ অর্ডার আছে লিটন বা তামিম এদের উপর বা মুশফিক, সাকিব বা হৃদয়। এরা আমাদের টপ অর্ডার। আমরা ভেবেছিলাম মিরাজকে আগে পাঠালে হয়ত ব্যাটিং অর্ডার লম্বা হয়। সেটা আসলে ব্যাকফায়ার করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *