বেগাত্তাপুরে ‘অ্যাওয়ারনেস ৩৬০’ এর সচেতনতামূলক ক্যাম্পেইন

শিক্ষা

ডিসেম্বর ২৪, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ

কুবি প্রতিনিধি:

মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম প্রধান উপাদান হলো শিক্ষা। একজন শিক্ষিত ব্যক্তি যেকোনো সমাজকে পরিবর্তন করে দিতে পারে, এমনকি পাল্টে দিতে পারে একটি দেশ। তারই ধারাবাহিকতায় সারাদেশে শিক্ষার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীদের উৎসাহের জন্য দেওয়া হচ্ছে বিভিন্ন সুযোগ-সুবিধা। কিন্তু তারপরও কিছু শিশু এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তার মধ্যে অন্যতম একটি গ্রাম হলো কুমিল্লা জেলার বড়ুয়া উপজেলার বেগাত্তাপুর গ্রাম।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে বেগাত্তাপুর গ্রামে ‘অ্যাওয়ারনেস ৩৬০’ নামক তরুণদের আন্তর্জাতিক অলাভজনক সংগঠনের ফেলোশিপ প্রোগ্রামের আওতায় বেগাত্তাপুড় গ্রামের ঝড়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেছে রাকিবুল হোসাইন এবং তার স্বেচ্ছাসেবী দল। এতে অবিভাবক ও স্কুল শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

ক্যাম্পেইনে অংশগ্রহণ করে অনেক কিছু জানতে পেরেছেন বলে জানায় স্থানীয় শিক্ষার্থীরা। কলেজ পড়ুয়া শিক্ষার্থী হৃদয় দাশ বলেন, “আমাদের গ্রামে কলেজ পড়ুয়া শিক্ষার্থী একদম নেই বললেই চলে। এক্ষেত্রে এমন কিছু প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে, তাহলে শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ করা সম্ভব।”

এ নিয়ে ‘অ্যাওয়ারনেস ৩৬০’ এর ফেলো রাকিবুল হোসাইন বলেন, “বেগাত্তাপুর গ্রামটিতে নমঃশূদ্ররা বাস করে। তাদের পূর্ব পুরুষরা পালকিবাহক হিসাবে কাজ করলেও গত কয়েক প্রজন্ম ধরে তাদের জীবিকার মাধ্যম হচ্ছে বেত শীল্প। বেতের কাজ করেই তারা পরিবারের ঘানি টানছেন। কিন্তু আয় সীমিত। তা দিয়ে খাওয়া দাওয়া চললেও, শিশুদের শিক্ষার ব্যায় বহন করা অসম্ভব। তাই বুঝতে শেখার পর থেকেই প্রতিটি শিশুকে বেতের কাজে হাত দিতে হয়। আমরা চাচ্ছি শিশুদের মধ্যে শিক্ষার কার্যক্রমটা বৃদ্ধি ঘটাতে।”

উল্লেখ্য, সম্পূর্ণ প্রোগ্রামটির পৃষ্ঠপোষকতায় আর্থিক সহায়তা করেছে “এআর এসোসিয়েটস”। এই প্রতিষ্ঠানটি বিদেশে উচ্চশিক্ষা অর্জনে সহায়তাকারী একটি প্রতিষ্ঠান। এআর এসোসিয়েটস বাংলাদেশের তৃণমূল পর্যায়ে গুণগত শিক্ষা অর্জন ও শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *