বৃষ্টির বাগড়ায় ভারত-উইন্ডিজ শততম টেস্ট

বৃষ্টির বাগড়ায় ভারত-উইন্ডিজ শততম টেস্ট

খেলা

জুলাই ২৬, ২০২৩ ৯:২৫ পূর্বাহ্ণ

ত্রিনিদাদ টেস্টের শেষদিনে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ২৮৯ রান। ভারতের দরকার ছিল আট উইকেট। কিন্তু বৃষ্টিতে ভেসে গেল সব রোমাঞ্চ।

সোমবার শেষদিনে একটি বলও করা হয়নি। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের শততম টেস্ট ড্র হয়েছে।

বৃষ্টির আশীর্বাদে স্বাগতিকরা সম্ভাব্য ধবলধোলাই এড়াতে পারলেও দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে ভারত। প্রথম টেস্ট তারা জিতেছিল ইনিংস ব্যবধানে।

এক সময়ের প্রবল পরাক্রমশালী উইন্ডিজের বিপক্ষে এ নিয়ে টানা নয়টি টেস্ট সিরিজ জিতল ভারত। সিরিজ জয় তো বহুদূর, ভারতের বিপক্ষে গত দুই দশকে টানা ২৫ টেস্টে জয়শূন্য ক্যারিবীয়রা!

দুই দল এখন লড়বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। মঙ্গলবার ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বিশ্বকাপের ট্রেন মিস করা উইন্ডিজ। এই সিরিজে দুই সাবেক অধিনায়ক নিকোলাস পুরান ও জেসন হোল্ডারকে পাচ্ছে না স্বাগতিকরা।

দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন বাঁ-হাতি ব্যাটার শিমরন হেটমায়ার। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন ওশেন টমাস, জেডেন সিলস ও গুদাকেশ মোতি। বৃহস্পতিবার বারবাডোজে প্রথম ওয়ানডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *