বিশ্ব রেকর্ড গড়ে জিতল দ.আফ্রিকা

বিশ্ব রেকর্ড গড়ে জিতল দ.আফ্রিকা

খেলা

মার্চ ২৭, ২০২৩ ১০:১৮ পূর্বাহ্ণ

হারলেই সিরিজ হাতছাড়া, জিতলে সিরিজে ফেরার সুযোগ। এমন কঠিন সমীকরণের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে রানের পাহাড় ডিঙানোর চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ব রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫৯ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয় পায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়ায় এটাই বিশ্ব রেকর্ড।

এর আগে গত বছরের ২৬ জুন সার্বিয়ার বিপক্ষে ২৪৩ রানের টার্গেট তাড়ায় ২ বল হাতে রেখে ৬ উইকেটের জয়ের রেকর্ড গড়েছিল বুলগেরিয়া। তাদের সেই রেকর্ড ৯ মাসের ব্যবধানে ভেঙে দিল দক্ষিণ আফ্রিকা।

রোববার সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে জনসন চার্লসের ৩৯ বলের সেঞ্চুরির রেকর্ড গড়া ম্যাচে  ৫ উইকেটে ২৫৮ রানের রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই ক্যারবীয়দের দলীয় সর্বোচ্চ রান।

এর আগে ২০১৬ সালে ভারতের বিপক্ষে ৬ উইকেটে ২৪৫ রান করেছিল উইন্ডিজ। নিজেদের গড়া ৭ বছর আগের সেই রেকর্ড ভেঙে রোববার ২৫৮ রানের ইতিহাস গড়ে ক্যারিবীয়রা।

তবে টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডের মালিক এশিয়ার উঠতি ক্রিকেট দল আফগানিস্তান। তারা ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৭৮/৩ রানের রেকর্ড গড়ে।

রোববার চার্লসের রেকর্ড (৩৯ বলে) সেঞ্চুরিতে ২৫৮ রানের রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজ।

টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে মাত্র ৬৫ বলে ১৫২ রানের রেকর্ড জুটি গড়ে ফেরেন কুইন্টন ডি কক। এদিন সাজঘরে ফেরার আগে ৪৩ বলে ৯টি চার আর ৮টি ছক্কার সাহায্যে দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন ডি কক।

এর আগে প্রোটিয়া ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ৩৫ বলে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন ডেভিড মিলার।

রোববার বিনা উইকেটে ১৫২ রান করা দক্ষিণ আফ্রিকা এরপর মাত্র ৬৪ রানের ব্যবধানে হারায় ৪ উইকেট। ৪ বলে এক চার আর দুই ছক্কায় ১৬ রান করে ফেরেন রিলিরুশো। ২৮ বলে ১১টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৬৮ রান করে ফেরেন ওপেনার রেজা হেনরিক্স।

দলীয় ২১৬ রানে ১০ বলে ১০ রানে ফেরেন ডেভিড মিলার। এরপর হেনরি ক্লেসেনকে সঙ্গে নিয়ে ১৯ বলে ৪৩ রানের অনবদ্য জুটি গড়ে ৭ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক এইডেন মার্কওরাম।

দলের জয়ে মার্কওরাম ২১ বলে ৩৮* রানের ঝড়ো ইনিংস খেলেন। ৭ বলে ১৬ রান করেন ক্লেসেন। এই জয়ে সিরিজে (১-১) সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার জোহানেসবার্গে হবে সিরিজ নির্ধারণী তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *