বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত-মৃত্যুর সর্বশেষ

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত-মৃত্যুর সর্বশেষ

স্বাস্থ্য স্লাইড

মার্চ ১, ২০২৩ ৯:৩০ পূর্বাহ্ণ

সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৪৮৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছেন আরো ৯৪ হাজার ৭৯৮ জন।

বুধবার সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৯৯ লাখ ৫৮ হাজার ৯১৪ জন। এরমধ্যে মারা গেছে ৬৮ লাখ ১৭৮ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ২৮ লাখ ১৮ হাজার ৭২৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১০৫ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। শনাক্তের শীর্ষে ব্রাজিল। দেশটিতে ১৪ হাজার ৭০৬ জন আক্রান্ত হয়েছে।

এছাড়া দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮১৭ জন এবং মারা গেছেন ১৬ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৫২৪ জন এবং মারা গেছেন ৬৭ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৫১ জন এবং মারা গেছেন ৩৪ জন। রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৭৫৩ জন এবং মারা গেছেন ৩৫ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ৬৮ জন এবং মারা গেছেন ২৩ জন। তাইওয়ানে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ১২০ জন এবং মারা গেছেন ৪০ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *