বিশ্বকাপে মাহমুদউল্লাহর খেলা প্রসঙ্গে যা বললেন মাশরাফি

বিশ্বকাপে মাহমুদউল্লাহর খেলা প্রসঙ্গে যা বললেন মাশরাফি

খেলা স্লাইড

এপ্রিল ১৪, ২০২৩ ৮:১৮ পূর্বাহ্ণ

চলতি বছরের শুরুতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাহমুদউল্লাহকে বিশ্রাম দেয় ক্রিকেট বোর্ড। সেই বিশ্রামই আন্তর্জাতিক ওয়ানডে থেকে তার বিদায়ের ঘণ্টা বেজে যায়।

এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও রাখা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদকে। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ।

বিশ্বকাপে মাহমুদউল্লাহর খেলা প্রসঙ্গে বৃহস্পতিবার মিরপুরে মাশরাফি বিন মুর্তজা বলেছেন, মাহমুদউল্লাহর সুযোগ নেই, সেটা বলব না। আমরা সবাই জানি, সে কী করতে পারে। এখন কোনো একজন খেলোয়াড়কে যদি দেখতে চাওয়া হয়… দেখা গেল রিয়াদকে নিয়ে যাচ্ছে, সঙ্গে একজন ব্যাকআপ নিচ্ছে। কোনো কারণে যদি কেউ চোটে পড়ে, তাহলে যেন সমস্যা না হয়। ওইখানে কে ভালো করবে, এটা দেখা অন্যায় কিছু নয়।

তিনি আরও বলেন, রিয়াদও রান করা শুরু করেছে। সে যদি ফর্মে চলে আসে, তাহলে অপশন তো আছেই। আমার মনে হয়, রিয়াদ সব সময় বিশ্বকাপের হিসাবে থাকবে।

রূপগঞ্জ অধিনায়ক মাশরাফি আরও বলেছেন, দারুণ উইকেট, বিসিবিকে ধন্যবাদ বিশেষ করে এই কারণে। এই ধরনের উইকেটে খেলে বোলারদেরও উন্নতি হবে। বোলাররা যখন মার খাবে, তখন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করবে, ভিন্ন কিছু চেষ্টা করবে। যখন বাজে উইকেটে খেলা হবে, তখন আর শেখার কিছু থাকে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *