বিলাওয়ালকে নিয়ে দুশ্চিন্তায় ভারত!

বিলাওয়ালকে নিয়ে দুশ্চিন্তায় ভারত!

আন্তর্জাতিক

এপ্রিল ২৮, ২০২৩ ৮:১৪ পূর্বাহ্ণ

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতকে বেশ দুশ্চিন্তায় রেখেছেন। আসছে মে মাসের শুরুতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন তিনি। আগামী ৪ ও ৫ মে ভারতের গোয়ায় বসছে এই সম্মেলন।

নয়াদিল্লির চিন্তা, ভারতের মাটিতে দাঁড়িয়ে বিলাওয়াল ভারত-বিরোধিতার মাত্রা বাড়িয়ে দেন কি না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র দেশটির গণমাধ্যমকে জানায়, পাকিস্তানের অতীত ও সাম্প্রতিককালে বিলাওয়ালের আচরণ এতটাই দুর্বিনীত যে, সম্মেলনের উদ্দেশ্য ছাপিয়ে পাকিস্তান-ভারত বৈরিতা শেষ পর্যন্ত প্রাধান্য পেয়ে যায় কি না। এ নিয়ে তারা চিন্তিত।

এনডিটিভি জানিয়েছে, এক সপ্তাহ আগেই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিলাওয়াল ভুট্টোর সফরের কথা জানিয়ে দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও পরে সেই কথা স্বীকার করেছে। আন্তর্জাতিক এই সম্মেলনের অবসরে ভারত-পাকিস্তানের দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা আছে কি না। ভারত এখনো সেই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *