ইউক্রেন পুনর্গঠনে রাশিয়াকে টাকা দিতে হবে: জার্মানি

ইউক্রেন পুনর্গঠনে রাশিয়াকে টাকা দিতে হবে: জার্মানি

আন্তর্জাতিক

জুন ২৪, ২০২৩ ৯:০৯ পূর্বাহ্ণ

ইউক্রেন পুনর্গঠনে ৬০ বিলিয়ন ইউরো দেওয়ার অঙ্গীকার করেছে ইইউ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে জার্মানির উন্নয়নবিষয়কমন্ত্রী স্ফেনিয়া শুলৎসে বলছেন, এই কাজে রাশিয়াকে টাকা দিতে একদিন বাধ্য করতে হবে।

তিনি বলেন, ‘তারা যা ধ্বংস করেছে, তা ঠিক করার জন্য টাকা দিতে হবে। এটাই আন্তর্জাতিক আইন।’ লন্ডনে অনুষ্ঠিত ‘ইউক্রেন রিকভারি কনফারেন্সে’ অংশ নেন তিনি। ৬০টির বেশি দেশের প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার সম্মেলন শেষে ৬০ বিলিয়ন ডলারের অঙ্গীকার পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। এর মধ্যে ৫০ বিলিয়ন ডলার দিচ্ছে ইইউ। যুক্তরাষ্ট্র ১.৩ বিলিয়ন ডলার দেওয়ার পরিকল্পনা করছে, যা ইউক্রেনের জ্বালানি ও অবকাঠামো খাতে খরচ করা হবে।

যুক্তরাজ্য ৩০৫ মিলিয়ন ডলার দিতে চেয়েছে। এ ছাড়া জার্মানি ত্রাণ সহায়তা হিসাবে ৩৮১ মিলিয়ন ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছে।
অন্যদিকে গুগল, সিমেন্স, ভোডাফোন, ভার্জিন গ্রুপ ও রোলস রয়েসসহ ৪২ দেশের প্রায় ৫০০ কোম্পানিও সহায়তার অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি।

ইউক্রেন পুনর্গঠনে ৪১১ বিলিয়ন ডলার প্রয়োজন বলে গত মার্চে জানিয়ে ছিল বিশ্বব্যাংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *