বাজেটের আগে কি আইএমএফের তৃতীয় কিস্তি পাচ্ছে বাংলাদেশ?

বাজেটের আগে কি আইএমএফের তৃতীয় কিস্তি পাচ্ছে বাংলাদেশ?

অর্থনীতি স্লাইড

মে ২৪, ২০২৪ ৬:০৬ পূর্বাহ্ণ

বাজেট ঘোষণার আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তৃতীয় কিস্তির ঋণ পাচ্ছে না বাংলাদেশ। আইএমএফের নির্বাহী বোর্ডের বৈঠকের ক্যালেন্ডার বলছে, চলতি মে মাসে গেভিন, সোমালিয়া, ল্যাকশনাবাগ দেশগুলোতে বর্ধিত ঋণ সহায়তার ঋণ অনুমোদনের জন্য ২৯ থেকে ৩১ মে পর্যন্ত আইএমএফ নির্বাহী বোর্ডের বৈঠক হওয়ার শিডিউল রয়েছে। যেখানে নেই বাংলাদেশের নাম।

শিডিউল অনুযায়ী, আজ শুক্রবার গেভিন- ২০২৩ আর্টিকেল-৪ কনসালটেশন, বুধবার (২৯ মে) সোমালিয়ার ১ম রিভিউ আন্ডার দ্য ইসিএফ এগ্রিমেন্ট, ৩১ মে (শুক্রবার) ল্যাকশনাবাগ ২০২৪ আর্টিকেল-৪ কনসালটেশনের বিষয়গুলো বৈঠকে উঠবে।

জাতীয় সংসদে আগামী ৬ জুন আসছে অর্থবছরের বাজেট ঘোষণা করার কর্মসূচি রয়েছে। এর আগে মে মাসের বাকি দিনগুলোয় আইএমএফের নির্বাহী বোর্ডের বৈঠকের শিডিউলে নেই তৃতীয় কিস্তির ঋণের বিষয়টি।

প্রসঙ্গত, সম্প্রতি আইএমএফের ঋণের শর্ত বাস্তবায়নে ব্যাংক ঋণের স্মার্ট সুদহার তুলে নিয়ে তা পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেয় বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে বাড়ানো হয় ডলারের দামও। যদিও কেন্দ্রীয় ব্যাংকের এমন উদ্যোগে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *