বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন ১১৯৪৬৮ হজযাত্রী

বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন ১১৯৪৬৮ হজযাত্রী

জাতীয় স্লাইড

জুন ২৪, ২০২৩ ১০:২৬ পূর্বাহ্ণ

চলতি বছর হজ পালনের উদ্দেশে ১ লাখ ১৯ হাজার ৪৬৮ বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন। এদের মধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে।

শনিবার হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ৩২১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন এক লাখ ৯ হাজার ১৪৭ জন।

হজে গিয়ে সর্বশেষ মো. আব্দুল আজিজ (৫৩) নামে একজনের মৃত্যু হয়। তার পাসপোর্ট নম্বর A04484580। এ নিয়ে চলতি বছর হজে গিয়ে ২০ জন পুরুষ এবং তিনজন নারী মৃত্যু হলো।

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার।

গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *