‘বাংলাদেশ অঞ্চলের ৫০ লাখ ভিডিও সরিয়েছে টিকটক’

‘বাংলাদেশ অঞ্চলের ৫০ লাখ ভিডিও সরিয়েছে টিকটক’

জাতীয় স্লাইড

অক্টোবর ৩, ২০২২ ৮:৩২ পূর্বাহ্ণ

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, পরিষেবার শর্ত লঙ্ঘন করে এমন কনটেন্ট থাকায় বাংলাদেশ অঞ্চলের প্রায় ৫০ লাখ ভিডিও সরিয়েছে টিকটক।

সম্প্রতি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এ তথ্য জানান তিনি।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘টিকটক কথা শুনতে শুরু করেছে’। পোস্টের সঙ্গে মন্ত্রী একটি স্ক্রিনশটও দিয়েছেন তিনি।

মন্ত্রীর দেওয়া স্ক্রিনশট- ছবি: সংগৃহীত

মন্ত্রীর দেওয়া স্ক্রিনশট- ছবি: সংগৃহীত

সম্প্রতি প্রকাশিত সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ‘কমিউনিটি গাইডলাইন এনফোর্সমেন্ট রিপোর্ট’ প্রকাশ করেছে। সেই রিপোর্টেও বিষয়টি উঠে এসেছে। সেখানে বলা হয়, বাংলাদেশ থেকে ৪৯ লাখ ৭৪ হাজার ৮৩৮টি ভিডিও সরানো হয়েছে।

এর মধ্যে নিজে উদ্যোগী হয়ে ৯৯ দশমিক ২ শতাংশ, ২৪ ঘণ্টার মধ্যে ৯৬ দশমিক ১ শতাংশ এবং কোনো ভিউ হওয়ার আগেই সরানো হয়েছে ৯৬ দশমিক ৩ শতাংশ ভিডিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *