বাংলাদেশে একতরফা কোনো নির্বাচন হবে নাঃ রিজভী

রাজনীতি

নভেম্বর ১৯, ২০২৩ ৮:২৭ পূর্বাহ্ণ

 

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ রাজপথে নেমেছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দিলে সরকারের পতন হবে। বাংলাদেশে একতরফা কোনো নির্বাচন হবে না। জনগণ সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে।

অনলাইন প্ল্যাটফর্ম এক সংবাদ সম্মেলন করে রুহুল কবির রিজভী এমন অভিযোগ করেন।

বিরোধীদলীয় নেতা-কর্মীদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৩০ হাজার থেকে ৫ লাখ টাকা করে নিচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, সারা দেশে চলছে ইতিহাসের জঘন্যতম ভয়াবহ মামলাবাজি ও আটক-বাণিজ্য। দেশের প্রতিটি থানা ও উপজেলার চিত্রপট অভিন্ন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার–বাণিজ্যের কারণে আওয়ামী লীগের নেতা-কর্মী ছাড়া গ্রামগঞ্জ, মফস্‌সল, জনপদে কেউ থাকতে পারছেন না।

রিজভী অভিযোগ করেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ৩৩০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে ৭টি এবং তাতে আসামি করা হয়েছে ৯৭৫ জনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *