মনোনয়ন কিনলেন সুজাতা

রাজনীতি

ফেব্রুয়ারি ১০, ২০২৪ ১২:১০ অপরাহ্ণ

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সুজাতা। চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক সুজাতার আগ্রহ রাজনীতিতেও। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করছেন দীর্ঘদিন ধরেই। তিনি সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র কিনেছেন।

জানা যায়, এর আগেও সুজাতা দুইবার সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র কিনেছিলেন। কিন্তু মনোনয়ন পাননি। এবারও তিনি মনোনয়নপত্র কিনেছেন বলে জানিয়েছেন। এরইমধ্যে মনোনয়নপত্র জমাও দিয়েছেন সুজাতা।

আশাবাদী হয়ে সুজাতা বলেন, ‘আমরা সকলেই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত রয়েছি। আমার পরিবার মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা রেখেছে। আমি নিজেও মনেপ্রাণে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তাই খুব আশা নিয়ে মনোনয়ন সংগ্রহ করেছি।’

তিনি আরও বলেন, ‘এর আগেও সংরক্ষিত নারী আসনের জন্য আমি দুবার মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম। এই নিয়ে তৃতীয়বার। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী এবার সদয় বিবেচনা করবেন। সবার কাছে আমি দোয়া প্রার্থী।’

সুজাতা ফোক সম্রাজ্ঞী হিসেবে খ্যাত, কারণ তার অভিনীত প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে মধ্যে পঞ্চাশটিরও বেশি ফোক ঘরানার চলচ্চিত্র। তিনি ১৯৬৫ সালের রূপবান চলচ্চিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। চলচ্চিত্রশিল্পে তার অবদানের জন্য ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়। শিল্পকলার চলচ্চিত্র শাখায় অবদানের জন্য তিনি ২০২১ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *