বাংলাদেশের পরিবর্তে দক্ষিণ আফ্রিকায় হবে নারী বিশ্বকাপ

খেলা

এপ্রিল ১৪, ২০২২ ১২:২৬ অপরাহ্ণ

প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের আয়োজক হয়েছিল বাংলাদেশ। যা ২০২০ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসের কারণে টুর্নামেন্টটি এক বছরের জন্য স্থগিত হয়।

এরপর ২০২১ সালের ডিসেম্বরেও মাঠে গড়ায়নি এই বিশ্বকাপ আসর। চলতি বছর এ বিশ্বকাপ মাঠে গড়ানোর কথা থাকলেও তার নতুন আয়োজক দেশ এখন দক্ষিণ আফ্রিকা।

এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলছেন, প্রথম প্রমীলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ করার ব্যাপারে আমরা আগ্রহী ছিলাম। সেই দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেওয়া হয়েছিল। ২০২০ সালে হওয়ার কথা, কিন্তু করোনার কারণে আসর পিছিয়ে যায়।

তিনি আরো যোগ করেন, পরবর্তীতে আমাদের কাছে জানতে চাওয়া হয়, আমরা আমাদের আগ্রহের কথা জানিয়েছিলাম। তখন আমাদের যে এফটিপি কমিটমেন্ট আছে এটার কারণে আমরা কোনো ম্যাচ ঢাকায় আয়োজন করতে পারছি না। যেহেতু ঢাকার বাইরে করতে হচ্ছে, বাজেট অনুযায়ী করা কঠিন। সার্বিক বিষয় বিবেচনা করে দক্ষিণ আফ্রিকাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

২০১১ সালে ছেলেদের ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক ছিল বাংলাদেশ দল। ২০৩১ সালেও ভারতের সঙ্গে ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজন করবে বাংলাদেশ।

২০৩১ সালের মধ্যে এশিয়ায় অনুষ্ঠিতব্য আইসিসি ইভেন্টগুলোর সহ-আয়োজকের দায়িত্ব পাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না, তা জানতে চাওয়া হয় প্রধান নির্বাহীর কাছে।

জবাবে নিজামউদ্দিন বলেছেন, এ ধরনের আলোচনার সুযোগ নেই। আইসিসি ইভেন্ট কোথায় হবে আইসিসিই ঠিক করে দেয়। কেউ দায়িত্ব পাওয়ার পর তার সঙ্গে সহ-আয়োজক হিসেবে কাউকে নতুন করে যুক্ত করার সুযোগ বোধ হয় এখন নেই বা এমন হয় না আসলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *