বাংলাদেশি রেসলার সাজ হকের বিশ্বজয়

বাংলাদেশি রেসলার সাজ হকের বিশ্বজয়

খেলা

জানুয়ারি ৬, ২০২৩ ১০:২৮ পূর্বাহ্ণ

দ্য রক, আন্ডারটেকার কিংবা কন মেকগ্রেগর—কে না চেনে তাদের? স্পোর্টস এন্টারটেইনমেন্ট ডব্লিউ ডব্লিউ থেকে শুরু করে মিক্সড মার্শাল আর্টের ইউএফসি, বাংলাদেশেও দারুণ জনপ্রিয় এই খেলা। এবার জনপ্রিয় স্পোর্টস রেসলিং-এর বিশ্বমঞ্চে মুকুট জয় করলো এক বাংলাদেশি; তিনি সাজ হক।

গত ৩১ ডিসেম্বর লন্ডনে “কেজ ওয়ারিয়র্স ওয়ার্ল্ড টাইটেল” শিরোপা লড়াই অনুষ্ঠিত হয়। সেখানেই বর্তমান শিরোপাধারী স্যাম ক্রিসিকে হারিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সাজ হক। তিনি ‘সুপারম্যান’ নামেও পরিচিত।

সাজ হক প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে এমএমএ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে তৈরি করেছেন নতুন এক ইতিহাস। তিনি অন্যান্য তরুণ বাংলাদেশি ক্রীড়াবিদদের এমএমএতে তাদের অংশগ্রহণে অনুপ্রাণিত করতে চান। সাজ হক মনে করেন বাংলাদেশে প্রচুর প্রতিভা রয়েছে।

সাজের সাফল্যের ঝুলিতে রয়েছে ২০২২ সালে ২টি টেকনিক্যাল নক আউট এবং ১টি নক আউট এর সাথে ৪ জয়। এছাড়া পোলিশ নং ১, ফ্রেঞ্চ নং ১ এবং ইউনাইটেড কিংডম নং ১ কে পরাজিত করেন এবং এখন কেজ ওয়ারিয়র্স বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন।

ফ্লাইওয়েটে যুক্তরাজ্যে শীর্ষ খেলোয়াড়ও ছিলেন সাজ হক, এর আগে মেড ফর দ্য কেজ দ্বিতীয় ওয়েট (ফ্লাইওয়েট এবং ব্যান্টামওয়েট) ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, কেজ ওয়ারিয়র্স, ফাইট নাইটস গ্লোবাল, এবং বিএএমএমএ প্রতিযোগিতায় অংশ নেন। শাজ হক  ২০১৫ সালে বিএএমএমএ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের প্রতিযোগী ছিলেন।

সাজ ইংল্যান্ডের সাউথ শিল্ডসে এস এমএমএ (ACE MMA) নামে একটি শারীরিক ফিটনেস সেন্টারের প্রধান কোচ হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *