ববিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে নেই পর্যাপ্ত ইন্টারনেট সুবিধা; ভোগান্তিতে শিক্ষার্থীরা

দেশজুড়ে

জুন ১৯, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ

আসিব হাসান,বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের দুইটি আবাসিক হলের মধ্যে একটি বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল। সম্প্রতি সময়ে নবনির্মিত এ হলের নানা অব্যাবস্থাপনায় ভোগান্তিতে পড়ছে হলের আবাসিক শিক্ষার্থীরা,এরমধ্যে পর্যাপ্ত ইন্টারনেট সুবিধা, মানসম্মত খাবার ও পানির সমস্যা অন্যতম।

এ বিষয়ে হলে অবস্থানকারী মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী বলেন-
রুমগুলোতে এখনো ইন্টারনেট সুবিধা নাই, হলের রিডিংরুমে ইন্টারনেট থাকলেও তা অনেক ধীর গতির, ফলে পড়াশোনা সহ বিভিন্ন কাজে ইন্টারনেট ব্যাবহারে ভোগান্তিতে শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন –
খাবারের মান ও রান্না নিয়েও আছে সমস্যা,ভাজিগুলো কোনোরকম সিদ্ধ করে রাখে,মাছ মাংসের ক্ষেত্রেও একই সমস্যা। এছাড়া পানির সমস্যাও রয়েছে।

এ বিষয়ে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রোভস্ট তাসনুভা হাবিব বলেন-সমস্যাগুলো সমাধানের জন্য কার্যক্রম চলমান রয়েছে, খুব দ্রুতই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *