বঙ্গোপসাগরে ১ ট্রলারডুবি, ২০ ট্রলারসহ ৩০০ জেলে নিখোঁজ

দেশজুড়ে

নভেম্বর ১৭, ২০২৩ ৬:০৫ অপরাহ্ণ

বরগুনায় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে এফবি নিশাত নামে একটি মাছ ধরার ট্রলারডুবির খবর পাওয়া গেছে। এছাড়াও ২০টি ট্রলারসহ প্রায় ৩০০ জেলে নিখোঁজ রয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ কথা জানান।
গোলাম মোস্তফা চৌধুরী জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ঘূর্ণিঝড় মিধিলির কারণে বাতাশ শুরু হয়। এতে বঙ্গোপসাগরের মোহনায় পাথরঘাটা উপজেলার আব্দুস ছালামের মালিকানাধীন এফবি নিশাত নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ সময় পাশের অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়।

তিনি আরো জানান, এ উপজেলার প্রায় ২০টি মাছ ধরা ট্রলাসহ প্রায় ৩০০ জেলের খোঁজ পাওয়া যাচ্ছে। সুন্দরবন এলাকার বিভিন্ন খালে শতাধিক ট্রলার নিরাপদে আশ্রয় নিয়েছে। নিখোঁজ ট্রলারের খোঁজ-খবর নেয়া হচ্ছে।

কোস্টগার্ডের দক্ষিণ স্টেশন পাথরঘাটা সূত্রে জানা যায়, নিখোঁজ ট্রলার ও জেলেদের খোঁজ নিতে অন্য স্টেশনগুলোতে অবগত করা হয়েছে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রোকনুজ্জামান খান জানান, ঘূর্ণিঝড় মিথিলি মোকাবেলায় উপজেলা প্রশাসনের সব রকমের প্রস্তুতি রয়েছে। সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *