বঙ্গবন্ধু টানেলর সাথে উদ্বোধন হবে আরো ১৯ টি প্রকল্প

দেশজুড়ে

অক্টোবর ২৬, ২০২৩ ১২:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল যা দক্ষিণ এশিয়ার প্রথম। কর্ণফুলী উদ্বোধন করতে আগামী ২৮ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু টানেলর সাথে, এ দিন প্রধানমন্ত্রী চট্টগ্রামের আরও ১৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। এছাড়া চট্টগ্রামের আনোয়ারায় এক বিশাল মহাসমাবেশে বক্তব্য রাখবেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মো. ফখরুজ্জামান বলেন আগামী ২৮ অক্টোবর চট্টগ্রাম সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু টানেলসহ মোট ২০টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের সাতটি প্রকল্প রয়েছে। অনেকগুলোর কাজ প্রায় শেষ হয়েছে। যেগুলো হয়নি সেগুলো আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন হয়ে যাবে।

প্রকল্পসমূহের মধ্যে রয়েছে, চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক প্রকল্প, চট্টগ্রাম জেলা পরিষদ টাওয়ার, রাঙ্গুনিয়া জেলা পরিষদ ডাক বাংলো, আনোয়ারা জেলা পরিষদের ডাক বাংলো, পটিয়া শেখ কামাল অডিটোরিয়াম, রাউজান উপজেলা শেখ কামাল কমপ্লেক্স, চট্টগ্রাম বিমানবন্দরের বঙ্গবন্ধু মুরাল, জননেত্রী শেখ হাসিনা সড়ক, শিকলবাহা খালের ওপর নির্মিত পিসি গার্ডার কৈয়গ্রাম সেতু, মুক্তিযুদ্ধ স্মৃতি সৌদ জাদুঘর চট্টগ্রাম, সী মেন্স হোস্টেল কমপ্লেক্স, চট্টগ্রাম ডিসি পার্ক, চট্টগ্রাম পর্যটক বাস, স্মার্ট স্কুল বাস সার্ভিস, ১৯১টি ইউনিয়নে খেলার মাঠ ও সাংস্কৃতিক কেন্দ্র, চট্টগ্রাম বার্ডস পার্ক, চট্টগ্রামের নৌকা জাদুঘর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *