বগুড়ায় ‘পুলিশের গুলিতে’ চার নেতাকর্মী আহত

রাজনীতি

নভেম্বর ৫, ২০২৩ ২:১০ অপরাহ্ণ

 

বিএনপির দ্বিতীয় দফা অবরোধে বগুড়ায় গাড়ি ভাঙচুরের সময় পুলিশের ছররা গুলিতে চারজন আহত হওয়ার দাবি করেছে জেলা বিএনপি। বগুড়ার মহাসড়কের তেলিপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

রংপু্রের দিক থেকে আসা কয়েকটি গাড়ি পুলিশী পাহারায় ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় অতর্কিতে অবরোধকারীরা মহাসড়কের ওপর এসে হামলা করেন। এসময় সাত থেকে আটটা গাড়ি ভাঙচুর করা হয়। এর মধ্যে দুধের গাড়ি, কাভার্ড ভ্যান, ট্রাক ছিল। ওই সময় বিএনপির নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়।

ওই সময় টিয়ারশেলের পাশাপাশি ছররা গুলিও নিক্ষেপ করেছে পুলিশ— এমন দাবি করেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। তিনি বলেন, সকাল থেকে অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা তেলিপুকুর এলাকায় অবস্থান করছিলেন। এ সময় পুলিশ আমাদের অবরোধে বাধা দেয়। আমরা প্রতিরোধ করলে পুলিশ শটগানের গুলি ছোড়ে।

তবে বিএনপির অবরোধে ছরার গুলির কথা অস্বীকার করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘এটা পুরোপুরি মিথ্যা। ওদের কোনো গুলি করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *