ফুল ফিট না হয়েও খেলবেন স্টার্ক

ফুল ফিট না হয়েও খেলবেন স্টার্ক

খেলা

মার্চ ১, ২০২৩ ১০:৪১ পূর্বাহ্ণ

ইনজুরির কারণে ভারতের বিপক্ষে চলমান সিরিজের প্রথম দুই টেস্টে খেলতে পারেননি মিচেল স্টার্ক। কিন্তু তৃতীয় টেস্টের আগে পুরোদমে অনুশীলন করেছেন তিনি। এই পেসার জানিয়েছেন, তিনি এখনো ১০০ শতাংশ ফিট নন। তবে ম্যাচ খেলার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না।

সোমবার ভারতের মতোই ইন্দোরে পুরোদমে অনুশীলন করেছে অস্ট্রেলিয়া। এরই মধ্যে মায়ের অসুস্থতার কারণে দেশে ফিরেছেন প্যাট কামিন্স। ফলে স্টার্কের উপরেই অস্ট্রেলিয়া পেস বিভাগ সামলানোর দায়িত্ব পড়েছে।

স্টার্ক বলেন, আমি ভালই আছি। একটু অস্বস্তি থাকবেই। পুরোপুরি ১০০ শতাংশ ফিট হওয়া এর মধ্যে সম্ভব নয়। তবে বল করতে গিয়ে ভাল অনুভূতি হচ্ছে। এমন নয় যে এবারই প্রথম কোনো টেস্ট ম্যাচে অস্বস্তি নিয়ে খেলব। ১০০ শতাংশ ফিট হয়ে নামতে চাইলে এত দিনে হয়তো পাঁচ-ছয়টার বেশি টেস্ট খেলতে পারতাম না।

ভারতীয় পেসাররা যেভাবে ঘূর্ণি উইকেট থেকেও সুবিধা পাচ্ছেন, সেই সুবিধা পেতে চান স্টার্কও। তিনি বলেছেন, এই সফর অস্ট্রেলিয়ার ফাস্ট বোলারদের কাছে কঠিন হয়েছে। কিন্তু ভারতের ২০টি উইকেট নেয়ার জন্যে স্পিনারদের যতটা সম্ভব সাহায্য করতে চাই। নিজের দক্ষতায় বিশ্বাস রাখলে সাফল্য পাওয়া কঠিন নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *