ফাঁসির সেলে ফখরুল-আব্বাস

রাজনীতি

নভেম্বর ৬, ২০২৩ ১২:০৬ অপরাহ্ণ

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গত বছরের ডিসেম্বরে পল্টন থানার এক মামলায় গ্রেফতার করে যখন কারাগারে পাঠানো হয়েছিল, তখন আমাকে ও ফখরুলকে ফাঁসির সেলে রাখা হয়েছিল। এবার গ্রেফতারের পর আমাকে ফ্লোরে রাখা হচ্ছে। এবার তো হেঁটে এসেছি, পরের বার হয়তো হুইলচেয়ারে আসতে হবে।

গ্রেফতারের পর মির্জা আব্বাসকে ঢাকার বিশেষ জজ ৬- আদালতে হাজির করা হয়। এ সময় আইনজীবী কারাগারে তার ডিভিশন চেয়ে আবেদন করেন। শুনানির একপর্যায়ে বিচারককে এসব কথা বলেন তিনি।

এ সময় বিচারক বলেন, ‘আমরাতো হাইকোর্টের মতো সরাসরি আদেশ দিতে পারি না। আপনারা আবেদন করেছেন, তা আমি দেখব।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মোট ৫ কোটি ৯৭ লাখ টাকা অবৈধভাবে অর্জন করেন মির্জা আব্বাস। তিনি সম্পদের হিসাব বিবরণীতে ৩ কোটি ৩৩ লাখ টাকার তথ্য গোপন করেন। এই অভিযোগের ভিত্তিতে দুদক রমনা থানায় মামলা করে। ২০০৮ সালের ১৪ মে মির্জা আব্বাস ও আফরোজা আব্বাসের বিরুদ্ধে দুদক অভিযোগপত্র দাখিল করে। ওই বছরের ১৬ জুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *