ফসলের সাথে এ কেমন শত্রুতা

দেশজুড়ে

মার্চ ৯, ২০২৩ ১:০০ অপরাহ্ণ

মোঃ আব্দুল হান্নান

পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের ২২ শতাংশ জমির ফলন্ত করল্লা গাছ কেটে ও ছিড়ে উপড়ে ফেলে দেয়া হয়েছে।তাতে ওই গরীব কৃষকের প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে কৃষক পরিবার সুত্রে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে ৮ মার্চ গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের বুড়িয়াচং গ্রামে।ওই গ্রামের মৃত গ্রীস সরকারের ছেলে কৃষক মনোরঞ্জন সরকার অনেক কষ্ট ও ধার দেনা করে বাড়ির পাশে ২২ শতাংশ জমিতে করল্লা চাষ করে।সরেজমিন গিয়ে দেখা যায় জমিতে করল্লা ধরতে শুরু করেছে।মনোরঞ্জন ও তার পরিবারের লোকেরা জানায়এমন সময় তার প্রতিবেশী প্রশান্ত সরকার ২০ ও তার বাবা অনিল সরকার ৭০ পূর্ব শত্রুতার জের হিসেবে রাতের অন্ধকারের জমির সকল করল্লা গাছ গোড়া দিয়ে টেনেছিঁড়ে ও কেটে ফেলে দিয়েছে।মনোরঞ্জন দাস ও তার প্রতিবেশীরা আরো জানায়। প্রায় চার বছর যাবৎ প্রশান্ত থাকে বিভিন্ন ভাবে হয়রানী করে আসছে।প্রশান্তর ভয়ে মনোরঞ্জন ও তার পরিবারের লোকজন নির্ভিগ্নে চলাফেরা করতে পারছেনা।তারা আরো জানায় প্রশান্তের কারনে একটি ছোট্র শিশুও রয়েছে আতংকে।মনোরঞ্জন আরো জানান প্রশান্ত যে কোন সময় থাকেও মেরে ফেলতে পারেন।তিনি জানান এ বিষয়ে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।এ বিষয়ে জানতে প্রশান্তের বাড়িতে গেলে সাংবাদিকের কথা শোনে বাড়ি থেকে চলে যায়।নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হাবিবুল্লাহ সরকার বলেন,লিখিত দরখাস্ত পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *