প্রধানমন্ত্রী আগামীকাল উদ্বোধন করবেন বইমেলা

জাতীয়

জানুয়ারি ৩০, ২০২৩ ১১:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

তিন বছর পর ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা- ২০২৩। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য-পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। আগামীকাল বুধবার বিকাল তিনটায় সশরীরে উপস্থিত হয়ে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার বিকালে বাংলা একাডেমির আবদুল সাহিত্যবিশারদ মিলনায়তনে অমর একুশে বইমেলা-২০২৩ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ডা. কেএম মুজাহিদুল ইসলাম। এ সময় তিনি বইমেলা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। বিকাল ৩টায় বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। শুভেচ্ছা বক্তব্য দিবেন মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা। সভাপতিত্ব করবেন একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। অমর একুশে বইমেলা ২০২৩-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি প্রকাশিত সাতটি নতুন বইয়ের গ্রন্থ-উন্মোচন করবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *