প্রথম ক্রিকেটার হিসেবে বিপিএলে মুশফিকের অনন্য ‘সেঞ্চুরি’

প্রথম ক্রিকেটার হিসেবে বিপিএলে মুশফিকের অনন্য ‘সেঞ্চুরি’

খেলা

জানুয়ারি ১১, ২০২৩ ১২:৪২ অপরাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএলে) কোনো আসরেই সেঞ্চুরির স্বাদ পাননি মুশফিকুর রহিম। তবে আজ ঢাকা ডমিনেটরসের বিপক্ষে খেলতে নেমেই অনন্য এক সেঞ্চুরি করলেন তিনি। প্রথম ক্রিকেটার হিসেবে বিপিএলে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়লেন এই উইকেটরক্ষক ব্যাটার।

বিপিএলে ৯ আসরের সবকটিতেই খেলেছেন মুশফিক। শততম ম্যাচ খেলার আগে ৩৭.৯৭ গড়ে ২ হাজার ৫৮২ রান করেছেন তিনি। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ২ হাজার ৬৭৬ রান করে শীর্ষে থাকা তামিম ইকবালের পরেই তার অবস্থান।

বিপিএলে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় মুশফিকের ঠিক পরে আছেন এনামুল হক বিজয়। ৯ আসরে ৯৬ ম্যাচ খেলেছেন তিনি। ৯৫ তম ম্যাচ খেলতে নেমেছেন মুশফিকের বর্তমান সতীর্থ ও সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ৯৪ ম্যাচ নিয়ে ইমরুল কায়েস চারে। সমান ৯৩ টি করে ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সাব্বির রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *