পালটা আক্রমণে সাফল্যের দাবি জেলেনস্কির

পালটা আক্রমণে সাফল্যের দাবি জেলেনস্কির

আন্তর্জাতিক স্লাইড

সেপ্টেম্বর ৩, ২০২৩ ৯:৩৬ পূর্বাহ্ণ

রাশিয়ার সেনাদের বিরুদ্ধে চলমান পালটা আক্রমণে সাফল্যের কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।দেশটির সেনারা সামনের দিকে অগ্রসর হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

শনিবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) জেলেনস্কি লিখেছেন, অন্যরা কি বলছে সেটি ব্যাপার নয়, সবকিছু সত্ত্বেও ইউক্রেনের সেনারা এগিয়ে যাচ্ছে।

দখলকৃত স্থানগুলো থেকে ইউক্রেনীয় সেনাদের হটিয়ে দিতে গত জুনে বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। যদিও এ অভিযান আশানুরূপ হয়নি, তবে জেলেনস্কি জানিয়েছেন, তাদের এ পালটা আক্রমণ সফলতার মুখ দেখছে।

সাম্প্রতিক সময়ে পশ্চিমাঞ্চলের জাপোরিঝিয়ায় আগের তুলনায় বেশি সেনা মোতায়েন করেছে ইউক্রেন। এরমাধ্যমে বোঝা যাচ্ছে, সেদিকটায় রুশ বাহিনীর কঠোর প্রতিরোধ ভেদ ও দুর্বলতা খুঁজে বের করতে সমর্থ হয়েছে কিয়েভের সেনারা।

গত সপ্তাহের শুরুতে ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছিল, জাপোরিঝিয়া অঞ্চলের রোবোটাইন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। অন্যদিকে উত্তর-পূর্বে খারকিভের পুনরুদ্ধার করা অঞ্চলগুলো ফের দখলে নিতে জোর প্রচেষ্টা চালাচ্ছে রাশিয়া।

শুক্রবার হোয়াইট হাউসের নিরাপত্তা মুখপাত্র জন কিরবি দাবি করেছেন, গত ৭২ ঘণ্টায় ইউক্রেনের জাপোরিঝিয়ার দক্ষিণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, দক্ষিণে ক্রিমিয়াকে রাশিয়ান স্থল করিডর থেকে বিভক্ত করার লক্ষ্যে অভিযান চলছে। তবে এটা প্রত্যাশার চেয়ে ধীরগতিতে হচ্ছে। ইউক্রেনীয় সেনারা রুশ প্রতিরক্ষার বিরুদ্ধে কিছু সাফল্য অর্জন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *