'পাঠান' ছবি মুক্তির পর যে উপদেশ শাহরুখ খানের

‘পাঠান’ ছবি মুক্তির পর যে উপদেশ শাহরুখ খানের

বিনোদন স্পেশাল

জানুয়ারি ২৮, ২০২৩ ১১:২৩ পূর্বাহ্ণ

অবশেষে দীর্ঘ খরা কাটল। রেকর্ড গড়ল বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। সব জল্পনা-কল্পনা ছাপিয়ে ভারতসহ বিশ্বের ১০০টির বেশি দেশে মুক্তি পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘পাঠান’।

আগের দুই সিনেমার ব্যর্থতার পর তার শেষ দেখে নিয়েছিলেন অনেকে। তাই চার বছর পর ‘পাঠান’ দিয়ে রাজকীয় প্রত্যাবর্তনের পর অনেক গণমাধ্যমেরই শিরোনাম—‘শাহরুখের ফিরে আসা’, ‘কিং ইজ ব্যাক’।

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরলেও ছবির আগে কোনো সাক্ষাৎকার দেননি অভিনেতা। বক্স অফিসে ঝড় তুললেও প্রথম দুই দিন কোনো প্রতিক্রিয়া দেখাননি। অবশেষে মুক্তির তৃতীয় দিনে এসে মুখ খুললেন শাহরুখ।

শুক্রবার নীরবতা ভাঙলেন অভিনেতা। সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি যা লিখেছেন, তাতে ধোঁয়াশাও রয়েছে।

১৯৯৭ সালের হলিউডের ছবি ‘গ্যাচার’-এর প্রসঙ্গ টেনে শাহরুখ টুইট করেছেন, ‘গ্যাচার’ ছবিতে যেমন বলা হয়েছিল, ‘সাঁতরে ফিরে আসার জন্য কিছু বাঁচিয়ে রাখিনি।’

শাহরুখ লিখেছেন, ‘আমার মনে হয়, ফিরে আসার পরিকল্পনা হতে পারে না। সামনে এগিয়ে যাওয়াই জীবন। কামব্যাক নয়, চেষ্টা করো যেখানে শেষ করেছিলে, সেখান থেকেই শুরু করার। একজন ৫৭ বছরের মানুষের পক্ষ থেকে এটা ছোট্ট উপদেশ।’

অনেকেই মনে করছেন, ‘পাঠান’–এর সাফল্যের পর অনেক গণমাধ্যম যেভাবে এটিকে ‘শাহরুখের ফিরে আসা’ বলেছিল, তারই জবাব দিলেন অভিনেতা।

এদিকে ‘পাঠান’-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই আবার শুটিংয়ে ফিরছেন শাহরুখ। আগামী ১ ফেব্রুয়ারি থেকে তিনি অংশ নেবেন অ্যাট লির ‘জওয়ান’ ছবির শুটিংয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *