পাকিস্তানে হাসপাতালের ছাদে পচতে থাকা শতাধিক লাশ উদ্ধার

পাকিস্তানে হাসপাতালের ছাদে পচতে থাকা শতাধিক লাশ উদ্ধার

আন্তর্জাতিক স্লাইড

অক্টোবর ১৬, ২০২২ ৮:৫০ পূর্বাহ্ণ

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতানে একটি হাসপাতালের ছাদে পচতে থাকা শতাধিক লাশের সন্ধান পাওয়া গেছে।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ এলাহি এ ব্যাপারে রাজ্যের বিশেষায়িত স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষা সচিবের কাছে জবাব চেয়েছেন। মৃতদেহগুলোকে ছাদে ফেলে রেখে অমানবিক কাজ করা হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে বিষয়টি তদন্তে একটি ছয় সদস্যের কমিটি গঠন করেছে পাঞ্জাব সরকার। অন্যদিকে নিশতার মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এ ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা তারিক জামান গুজ্জার বলেন, এক ব্যক্তি তাকে নিশতার হাসপাতালের মর্গের ছাদে পচা মৃতদেহের কথা জানিয়েছিলেন। ওই ছাদে যেতে চাইলে সেখানকার কর্মীরা মর্গের দরজা খুলতে রাজি হচ্ছিল না। পরে এফআইআর দায়েরের হুমকি দেয়ার পর তারা সেখানে যেতে দেয়।

তিনি আরও বলেন, যখন মর্গটি খোলা হয়, সেখানে অন্তত ২০০টি লাশ পড়ে থাকতে দেখেন তারা। পচনশীল এসব মৃতদেহ ঢেকেও রাখা হয়নি। এমনকি নারীদের শরীরও ঢাকা ছিল না। হাসপাতাল

সেখানকার চিকিৎসকরা দাবি করেছেন, এই মরদেহগুলো মেডিকেল শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ব্যাবহার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *