পাকিস্তানকে টপকে নতুন রেকর্ড ভারতের

পাকিস্তানকে টপকে নতুন রেকর্ড ভারতের

খেলা

সেপ্টেম্বর ২৪, ২০২৩ ৯:৫০ পূর্বাহ্ণ

আগে থেকেই টি-টোয়েন্টি ও টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষে ছিল ভারত। এবার পাকিস্তানকে টপকে পেল ওয়ানডের সিংহাসন।

আর তিনে থাকা অস্ট্রেলিয়ার রেটিং ১১১। ইংল্যান্ডকে পাঁচে নামিয়ে চতুর্থ স্থান দখল করেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের রেটিং ১০৬। ইংলিশরা পিছিয়ে এক পয়েন্টে। শীর্ষ দশের বাকি ৪ দলের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। ৬ নম্বরে থাকা নিউজিল্যান্ডের রেটিং ১০০।

ছয় পয়েন্ট কম নিয়ে সাত নম্বরে বাংলাদেশ। টাইগারদের চেয়ে ২ রেটিং পয়েন্ট কম নিয়ে অষ্টম স্থানে শ্রীলঙ্কা। ৮০ রেটিং পয়েন্ট নিয়ে নবম আফগানিস্তান। আর দশে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৬৮।

এশিয়া কাপ জিততে না পারলেও আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে এতদিন শীর্ষে ছিল পাকিস্তান। এবার বাবর-রিজওয়ানদের সরিয়ে সেই স্থান দখলে নিল ভারত।

একই সঙ্গে তিন সংস্করণে শীর্ষস্থান অর্জন করা দ্বিতীয় দল ভারত। ক্রিকেট ইতিহাসে প্রথম দল হিসেবে এই রেকর্ড গড়েছিল দক্ষিণ আফ্রিকা। ২০১২ সালে কীর্তিটি অর্জন করে প্রোটিয়ারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *