পর্যটকদের জন্য ‘বিশেষ সিম’ আনছে বিটিআরসি

পর্যটকদের জন্য ‘বিশেষ সিম’ আনছে বিটিআরসি

বিজ্ঞান ও প্রযুক্তি

ডিসেম্বর ২৬, ২০২২ ১০:০১ পূর্বাহ্ণ

বিশ্বের অন্যান্য দেশের মতো এবার বাংলাদেশেও পর্যটকদের জন্য ‘বিশেষ সিম’ চালু হচ্ছে। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটকদের জন্য ৭ দিন, ১৫ দিন ও ৩০ দিন মেয়াদে এ সিমগুলো সচল থাকবে। বাংলাদেশের যেকোনো স্থল, নৌ ও বিমানবন্দর থেকে এই সিম সংগ্রহ করা যাবে।

এই বিশেষ ‘ট্যুরিস্ট সিম’ একটি নির্দিষ্ট ব্লকের বাইরে দিতে পারবে না অপারেটরগুলো। এই সিম রূপান্তর করা যাবে না। তবে দীর্ঘমেয়াদী সিম প্রয়োজন হলে বিডার ওয়ার্ক পারমিটের মাধ্যমে নিতে পারবেন পর্যটকরা।

এতে আরো বলা হয়, বিদেশি বা পর্যটকদের জন্য ভিন্ন অফারও প্যাকেজ দিতে পারবে অপারেটরগুলো। তবে দেশে ও বিদেশে ডেটা, ভয়েস, এসএমএস ও কম্বো প্যাকেজের বাইরে আর কোনো প্যাকেজ অফার করতে পারবে না। সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্মে এ সিম আলাদাভাবে চিহ্নিত করা হবে। একটি পাসপোর্টে সর্বোচ্চ দুটি সিম নিবন্ধন করা যাবে। থাকবে ই-সিম সুবিধাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *