পরিস্থিতি দেখে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত জানাবে কমনওয়েলথ

পরিস্থিতি দেখে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত জানাবে কমনওয়েলথ

জাতীয় স্লাইড

নভেম্বর ২০, ২০২৩ ৯:২৭ পূর্বাহ্ণ

কমনওয়েলথের চার সদস্যের অগ্রবর্তী দল বাংলাদেশের নির্বাচনি আইন-বিধি ও পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছে। দলটি জানিয়েছে, সংসদ নির্বাচনের পরিস্থিতি মূল্যায়নের পর পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে তারা। রোববার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাতের পর নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা নির্বাচন পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছেন। কোনো চ্যালেঞ্জ আছে কি না-এসব জানতে চাননি। বাংলাদেশের নির্বাচনে ভোটাররা কীভাবে ভোট দেবেন, ভোট কীভাবে নেওয়া হবে, ভোট স্বচ্ছ করতে হলে যে পদ্ধতিগুলো আছে, রিটার্নিং অফিসার ও প্রিসাইডিং অফিসারের কাজ কী-এসব বিষয়ে তারা অবহিত হয়েছেন।’ নির্বাচনের মানদণ্ডের কথা জানতে চাইছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, না। তারা আমাদের নির্বাচনি প্রসেস সম্পর্কে জানতে চেয়েছেন।’ বৈঠকে কমনওয়েলথের অগ্রবর্তী দলের প্রধান লিনফোর্ড এন্ড্রুস, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার সার্থক রয়, রাজনৈতিক উপদেষ্টা লিন্ডউই মালেলেকা, নির্বাহী কর্মকর্তা ঝিপি ওজাগো অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *