পরিসংখ্যানের হিসাবে খারাপ, যা কষ্টদায়ক: সাকিব

খেলা

অক্টোবর ২৯, ২০২৩ ২:৫৬ অপরাহ্ণ

বিষ্বকাপে বাংলাদেশের স্বপ্ন সেমিফাইনাল।কিন্তু তারা প্রথম ম্যাচে জেতার পরে পর পর চার ম্যাচ হেরেছে।তাই সেমিফাইনালে খেলতে হলে ডাচ্দের বিপক্ষে জয়ের কোন বিকল্প ছিল না তাদের.। তবে জয়ের মুখ এবার দেখলোনা টাইগাররা, ডাচ্দের কাছে হেরে বসলো ৮৭ রানের বড় ব্যাবধানে। এই হারের পর স্বাভাবিক ভাবেই হতাশ দেশের ভক্ত -সমর্থকরা।

বিশ্বকাপে কাগজে-কলমে এখনো টিকে থাকলেও কার্যত এক প্রকার ছিটকেই গেছে বাংলাদেশ দল। ডাচদের বিপক্ষে  আবারো ফুটে উঠছে ব্যাটারদের দুর্দশার চিত্র। ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসানও শুনিয়েছেন ব্যাটারদের নিয়ে হতাশার কথা।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব বলছিলেন, ‘আমি মনে করি আমরা খুব ভালো বোলিং করেছি। তবে তাদের ১৬০-১৭০ রানের মধ্যে সীমাবদ্ধ করা উচিত ছিল। পুরো টুর্নামেন্টজুড়েই ব্যাট হাতে আমরা খুব খারাপ করছি। পরিসংখ্যানের হিসাবে খারাপ, যা কষ্টদায়ক।’

‘টুর্নামেন্ট জুড়েই আমরা সংগ্রাম করছি। সবার মনের মধ্যে কি চলছে তা নিশ্চিত নয়। যা বাংলাদেশ দলের থেকে একেবারেই আলাদা। ভক্তরা আমাদের উত্থান-পতনের মধ্যে দিয়েই আমাদের সমর্থন করে আসছে।’ -যোগ করেন সাকিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *