নৌবাহিনীর প্রধান হলেন রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান

নৌবাহিনীর প্রধান হলেন রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান

জাতীয়

জুলাই ২৬, ২০২৩ ৩:৪২ অপরাহ্ণ

অনু হাসান

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।

১৬ জুলাই, রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রিয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসান ২৫ জুলাই, মঙ্গলবার ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করেন এবং নৌ-বাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করেন। এসময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এর উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসানকে ভাইস এডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

আগামী ২৩ জুলাই ২০২৬ পর্যন্ত ৩ বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। তিনি পূর্বতন নৌপ্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবালের স্থলাভিষিক্ত হলেন।

নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান মুন্সীগঞ্জ সদর উপজেলার সরদার পাড়া গ্রামের কৃতী সন্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *