নোয়াখালী কবিরহাট থানা কমিউনিটি পুলিশিং সমাবেশ।

দেশজুড়ে

অক্টোবর ২২, ২০২২ ৫:৪৫ অপরাহ্ণ

রিপন মজুমদার (জেলা প্রতিনিধি) : 

নোয়াখালী কবিরহাট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে শনিবার ২২ অক্টোবর দুপুরে, কমিউনিটি পুলিশিং সমাবেশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম, পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপক জ্যোতি খীসা, (পুলিশ সুপার পদে (পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নোয়াখালী। মোঃ আকরামুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল।
জহিরুল হক রায়হান, মেয়র কবিরহাট পৌরসভা। নুরুল আমিন রুমি, সভাপতি কবিরহাট উপজেলা আওয়ামী।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সৈয়দ মোকতাসের মামুন চিশতী, আহবায়ক কবিরহাট উপজেলা কমিউনিটির পুলিশিং সমন্বয় কমিটি।

বক্তারা তাদের বক্তব্যে কমিউনিটি পুলিশিং এর উদ্দেশ্য,গুরুত্ব এবং কমিউনিটি পুলিশিং এর সদস্যদের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে সুনির্দিষ্ট আলোচনা করেন।

“কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি- শৃঙ্খলা সর্বত্র” এই শ্লোগান কে সামনে রেখে আজকের কমিউনিটি পুলিশিং সমাবেশ।
সমাজে পুলিশ এর সাথে অপরাধ কর্মকাণ্ড নিবারণ কল্পে সমাজের জন সাধারণ কে সম্পৃক্ততা করাই হচ্ছে কমিউনিটি পুলিশিং এর মূল উদ্দেশ্য।

“পুলিশই জনতা এবং জনতাই পুলিশ”
কমিউনিটি পুলিশিং অর্থ জনগণকে পুলিশের কাজে সম্পৃক্ত করা। অর্থাৎ জনগণের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক সমস্যাদি যা থেকে অপরাধ সৃষ্টি হয় তা সমাধানের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা।

আরো উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, কমিউনিটি পুলিশিং এর সমন্বয়ক, সভাপতি, সেক্রেটারি ও সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান ব্যাক্তি বর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *